কলকাতা, 13 অক্টোবর: দীপাবলির সময় কলকাতায় নাশকতামূলক কর্মকাণ্ড যাতে প্রতিহত করা যায় তার জন্য সব থানাকে সতর্ক থাকতে বলেছিল লালবাজার । এই সতর্কবার্তার পরেই মিলল সাফল্য । কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দাদের হাতে গ্রেফতার হল 4 আগ্নেয়াস্ত্র পাচারকারী । ধৃতদের কাছ থেকে প্রায় 10টি আগ্নেয়াস্ত্র, একটি অত্যাধুনিক কারবাইন এবং ম্যাগাজিন উদ্ধার করেছেন স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা । এছাড়াও উদ্ধার হয়েছে নগদ প্রায় 50 হাজার টাকা (Illegal arms recovered by STF of Kolkata Police) ৷
জানা গিয়েছে, মুঙ্গেরের দুই অস্ত্র ব্যবসায়ী বাংলার দুই অস্ত্র ব্যবসায়ীকে এই আগ্নেয়াস্ত্রগুলি সরবরাহ করছিল (Kolkata arms recovery) । খবর পেয়ে অভিযান চালিয়ে হাতেনাতে এই দুষ্কৃতীদের গ্রেফতার করে এসটিএফ ৷ বুধবার গভীর রাতে উত্তর কলকাতার সিঁথির মোড় এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে দুষ্কৃতীদের গ্রেফতার করা হয় ৷