পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Illegal Arms Recovered: বিপুল আগ্নেয়াস্ত্র-সহ কলকাতায় ধৃত 4, রয়েছে মুঙ্গের যোগ - কলকাতা পুলিশ এসটিএফ

কলকাতা পুলিশের এসটিএফের হাতে ধরা পড়েছে 4 অস্ত্র কারবারি (Illegal Arms Recovered) ৷ উদ্ধার হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র (illegal arms recovered by STF of Kolkata Police) ৷

ETV Bharat
kolkata arms recovery

By

Published : Oct 13, 2022, 7:37 PM IST

কলকাতা, 13 অক্টোবর: দীপাবলির সময় কলকাতায় নাশকতামূলক কর্মকাণ্ড যাতে প্রতিহত করা যায় তার জন্য সব থানাকে সতর্ক থাকতে বলেছিল লালবাজার । এই সতর্কবার্তার পরেই মিলল সাফল্য । কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দাদের হাতে গ্রেফতার হল 4 আগ্নেয়াস্ত্র পাচারকারী । ধৃতদের কাছ থেকে প্রায় 10টি আগ্নেয়াস্ত্র, একটি অত্যাধুনিক কারবাইন এবং ম্যাগাজিন উদ্ধার করেছেন স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা । এছাড়াও উদ্ধার হয়েছে নগদ প্রায় 50 হাজার টাকা (Illegal arms recovered by STF of Kolkata Police) ৷

জানা গিয়েছে, মুঙ্গেরের দুই অস্ত্র ব্যবসায়ী বাংলার দুই অস্ত্র ব্যবসায়ীকে এই আগ্নেয়াস্ত্রগুলি সরবরাহ করছিল (Kolkata arms recovery) । খবর পেয়ে অভিযান চালিয়ে হাতেনাতে এই দুষ্কৃতীদের গ্রেফতার করে এসটিএফ ৷ বুধবার গভীর রাতে উত্তর কলকাতার সিঁথির মোড় এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে দুষ্কৃতীদের গ্রেফতার করা হয় ৷

আরও পড়ুন:অবৈধভাবে প্রবেশ ! কোচবিহারে গ্রেফতার বাংলাদেশি চিত্রশিল্পী

ধৃতদের মধ্যে রয়েছে মহম্মদ ইমতিয়াজ ওরফে আবু এবং সাহিল মল্লিক । বিহারের মুঙ্গেরে তাদের বাড়ি । জানা গিয়েছে, মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্রগুলি এনে কলকাতার বেনিয়াপুকুর থানা এলাকার বাসিন্দা ভিকি প্রসাদ এবং দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ শর্মার হাতে সেগুলি তুলে দিচ্ছিল ইমতিয়াজ ও সাহিল ৷

কী কারণে এই অস্ত্র পাচার হচ্ছিল তা জানতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক (STF) ফোর্সের গোয়েন্দারা ৷

ABOUT THE AUTHOR

...view details