হাওড়া, 21 সেপ্টেম্বর : পুজোয় আসছে ইলিশ মাছ ৷ বাংলাদেশ মৎস্য বিভাগের তরফে জানানো হয়েছে, পদ্মার রুপোলি শস্য সেদেশের সরকার এরাজ্যে পাঠাবে ৷ মোট 2080 মেট্রিক টন ইলিশ আসছে ৷ আজ থেকেই হাওড়া পাইকারি মাছ বাজারে 600 গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত ওজনের মাছ মিলবে ৷
বাংলাদেশি মাছ ব্যবসায়ী কাজি আব্দুল মান্নান জানিয়েছেন, 600 গ্রাম থেকে এক-দেড় কেজি ওজনের ইলিশ মাছ এবারে পাওয়া যাবে । পুজোর আগে পশ্চিমবঙ্গে ইলিশ পাঠাতে পেরে তাঁরাও খুশি । তবে জানান, এবছর বাংলাদেশে কম মাছ উৎপাদন হয়েছে ।
পুজোর আগেই পশ্চিমবঙ্গে ইলিশ পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের মৎস্য বিভাগের তরফে । মোট 2080 মেট্রিক টন পদ্মার ইলিশ উপহার হিসেবে পশ্চিমবঙ্গে পাঠাচ্ছে বাংলাদেশ সরকার । মঙ্গলবার অথবা বুধবারেই হাওড়া পাইকারি মাছ বাজারে ঢুকবে । এই রাজ্যে ইলিশ মাছ আমদানি করছেন হাওড়ার মাছ ব্যবসায়ী সৈয়দ আনোয়ার মাকসুদ ।