পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

তিন প্রধানকে নিয়েই কলকাতা লিগের পরিকল্পনা IFA-র - কলকাতার খবর

IFA সচিব জানান,"ফেডারেশন আমাদের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সময় দিয়েছে । সেখানে লিগ সহ অন্যান্য টুর্নামেন্ট করার পরিকল্পনা রয়েছে । সিনিয়র ডিভিশন ফুটবল লিগে তিন প্রধানের যোগদানের সুযোগ থাকবে । ISL-এ ইস্টবেঙ্গল, মোহনবাগান চলে গেলেও তারা যাতে ওই টুর্নামেন্টের পরে কলকাতা লিগে অংশ নেয় সেটা দেখা হচ্ছে। সেভাবেই তিন ক্লাবের সঙ্গে কথাও হয়েছে।"

IFA

By

Published : Sep 21, 2020, 10:17 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর : সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ফুটবল ক্যালেন্ডারে নতুন বছরের জানুয়ারি মাস থেকে মে মাস পর্মন্ত সময় দিতেই IFA অফিসে মরশুম সাজানোর কাজ শুরু হয়ে গিয়েছে । 29 সেপ্টেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে IFA-র বার্ষিক সাধারণ সভা । সেখানে প্রশাসনিক বদল সামান্য হলেও আসতে চলেছে । তবে তা নিয়ে নির্বাচনের আবহ নেই । কারণ মেয়াদ শেষের কারণেই বদল ।

IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায় ফের দায়িত্ব নিতে চলেছেন । বার্ষিক সভার আগে সোমবার IFA তে গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হল । পরে IFA সচিব জানান,"ফেডারেশন আমাদের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সময় দিয়েছে । সেখানে লিগ সহ অন্যান্য টুর্নামেন্ট করার পরিকল্পনা রয়েছে । সিনিয়র ডিভিশন ফুটবল লিগে তিন প্রধানের যোগদানের সুযোগ থাকবে । ISL-এ ইস্টবেঙ্গল, মোহনবাগান চলে গেলেও তারা যাতে ওই টুর্নামেন্টের পরে কলকাতা লিগে অংশ নেয় সেটা দেখা হচ্ছে। সেভাবেই তিন ক্লাবের সঙ্গে কথাও হয়েছে।"

নতুন বছরের শুরুতে কলকাতা লিগ করার পরিকল্পনা থাকলেও IFA-র পাখির চোখ এখন দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগের সুষ্ঠ আয়োজন । ইতিমধ্যে শোনা যাচ্ছে ভবানীপুর ক্লাবের দুই ফুটবলার কোরোনা আক্রান্ত । বিষয়টি চিন্তা বাড়ালেও তা নিয়ে IFA এখন মাথা ঘামাতে রাজি নয় । কারণ ফেডারেশনের পাঠানো নির্দেশিকার বাস্তবায়ন তাদের পাখির চোখ ।

"বলা হয়েছে অংশগ্রহণকারী পাঁচটি দলকে 25 সেপ্টেম্বর থেকে কলকাতায় ঢুকে পড়তে । তারপর থেকে IFA-র দায়িত্ব। তার আগে যদি কোনও ফুটবলার বা দলের অন্য সদস্যরা কোভিড পজ়িটিভ হয় তার দায়িত্ব সংশ্লিষ্ট ক্লাবের । আমরা আমাদের মত করে চ্যালেঞ্জ সামলাতে তৈরি হচ্ছি ।" বলছেন IFA সচিব । শোনা যাচ্ছে আই লিগ দ্বিতীয় ডিভিশনে অংশ নিতে আরা FC কলকাতায় চলে এসেছে । লকডাউনের লক্ষণরেখা সরিয়ে মাঠে বল গড়ানোর সলতে পাকানো IFA-তে জোর কদমে চলছে ।

ABOUT THE AUTHOR

...view details