কলকাতা, 21 সেপ্টেম্বর : সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ফুটবল ক্যালেন্ডারে নতুন বছরের জানুয়ারি মাস থেকে মে মাস পর্মন্ত সময় দিতেই IFA অফিসে মরশুম সাজানোর কাজ শুরু হয়ে গিয়েছে । 29 সেপ্টেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে IFA-র বার্ষিক সাধারণ সভা । সেখানে প্রশাসনিক বদল সামান্য হলেও আসতে চলেছে । তবে তা নিয়ে নির্বাচনের আবহ নেই । কারণ মেয়াদ শেষের কারণেই বদল ।
IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায় ফের দায়িত্ব নিতে চলেছেন । বার্ষিক সভার আগে সোমবার IFA তে গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হল । পরে IFA সচিব জানান,"ফেডারেশন আমাদের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সময় দিয়েছে । সেখানে লিগ সহ অন্যান্য টুর্নামেন্ট করার পরিকল্পনা রয়েছে । সিনিয়র ডিভিশন ফুটবল লিগে তিন প্রধানের যোগদানের সুযোগ থাকবে । ISL-এ ইস্টবেঙ্গল, মোহনবাগান চলে গেলেও তারা যাতে ওই টুর্নামেন্টের পরে কলকাতা লিগে অংশ নেয় সেটা দেখা হচ্ছে। সেভাবেই তিন ক্লাবের সঙ্গে কথাও হয়েছে।"