পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নতুন মরশুম নিয়ে ভাবনা IFA-র - মরসুম নিয়ে নতুন ভাবনা IFA

এই বছরে কলকাতা ফুটবল লিগ কী শুরু করা যাবে ? কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ হলে দুর্গাপুজোর পরে কলকাতা লিগ শুরু করার ভাবনা ৷ যদিও আদৌ তা বাস্তবায়িত হবে কি না সন্দেহ ৷ লিগ শুরু নিয়ে চেষ্টা করছে রাজ্য সরকার ৷ রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস রাজ্যের 17টি ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনাও করেছেন ।

ifa planning
মরসুম নিয়ে ভাবনা IFA-র

By

Published : Jun 19, 2020, 7:16 PM IST

কলকাতা, 19 জুন : নতুন মরশুমের পরিকল্পনা শুরু করেছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) । দুর্গাপূজার পরে কলকাতা লিগের বল গড়ানোর ভাবনা শুরু করেছে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার কর্তারা। ইতিমধ্যে বিষয়টি নিয়ে একপ্রস্থ আলোচনা করা হয়েছে। আলোচনায় সচিব জয়দীপ মুখার্জি পঞ্চম ডিভিশন বি গ্রুপ থেকে প্রিমিয়ারে A ডিভিশন পর্যন্ত লিগ করার কথা বলেছেন । কিন্তু তার বাস্তবায়ন কঠিন মনে করছেন ক্লাব কর্তারা ।

কোরোনা ভাইরাসের কারণে ময়দানের ক্লাবগুলোর অর্থনৈতিক অবস্থা তলানিতে । তার উপর দল চালানোর যে বাড়তি খরচ বহন করতে হবে তাতে কর্তারা এই মরশুমটা নম নম করে সারতে চাইছেন। IFA অবশ্য বিষয়টি নিয়ে জোর করতে রাজি নয়। বরং যে ক্লাবগুলো খেলতে রাজি তাদের নিয়ে বল গড়াতে চাইছে।

এই পরিস্থিতিতে লিগের নিয়মে শিথিলতা চাইছে সমস্ত ক্লাব । বিশেষ করে অবনমনের নিয়মে পরিবর্তন চাইছে । সবদিক বিবেচনা করে এবার সমস্ত ডিভিশনের অবনমন তুলে রাখার চিন্তা চলছে । একইভাবে প্রমোশন থাকবে কি না তা নিয়ে কথা বলছেন IFA কর্তারা। এর আগে কোরোনার ধাক্কা খাওয়া ফুটবল মরশুমের ভবিষ্যৎ কোন পথে তা নিয়ে IFA ক্লাবগুলোকে চিঠি দিয়েছিল। প্রত্যুত্তরে ক্লাবের তরফে নির্দেশিকা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়। এই বিষয়ে রাজ্য সরকারের নির্দেশিকার দিকে তাকিয়ে সবাই। ইতিমধ্যে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস রাজ্যের 17টি ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন । সেখানে পরিস্থিতির দিকে নজর রেখে জুলাইয়ের শেষে পর্যালোচনার কথা বলা হয়েছে। এই অবস্থায় রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার মরশুম নতুনভাবে শুরু করার বার্তা।


ABOUT THE AUTHOR

...view details