কলকাতা, 27 মার্চ: মার্শাল আর্ট তায়কোন্ডো শরীরের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে । তায়কোন্ডো করলে কোভিডের বিরুদ্ধে লড়াই করা সম্ভব । এক ভিডিও বার্তায় রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যর এমন বক্তব্যে দানা বাঁধল বিতর্ক।
এরাজ্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম-এর সাধারণ সম্পাদক, চিকিৎসক সজল বিশ্বাস এই বিষয়ে বলেন, ‘‘রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য বলেছেন তায়কোন্ডো কোভিড প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে । তাঁর এই বক্তব্য শুনে আমরা বিষ্মিত। কারণ, শরীরের ইমিউনিটি বাড়াতে দীর্ঘ সময়ের দরকার হয় । এই দীর্ঘ সময়ে পুষ্টিকর খাবার ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে এটা বাড়তে পারে । তায়কোন্ডো কোভিডের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে, এই ধরনের কোনও বৈজ্ঞানিক প্রমাণ আছে বলে আমাদের জানা নেই।’’
সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘‘করোনা প্রতিরোধ করতে সঠিকভাবে মাস্কের ব্যবহার, শারীরিক দূরত্ব, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা প্রয়োজন। মানুষ যেন এই অভ্যাসগুলি পালন করে, তা সরকার ও প্রশাসনের দেখা উচিত । অথচ, তা না করে বিভ্রান্তি সৃষ্টি করা মন্তব্য করছেন । ইতিপূর্বে প্রধানমন্ত্রীও করোনা প্রতিরোধে জনগণকে তালি বাজাও, থালা বাজাও, আলো নেভাও করতে বলেছিলেন । আবার কখনও কেউ কেউ গোমূত্র সেবনেরও নিদান দিয়েছেন । আসলে করোনা প্রতিরোধে সরকারি ব্যর্থতাকে আড়াল করতে এবং মানুষের মনে কুসংস্কারের জন্ম দিতেই জনগণের সঙ্গে এরকম হঠকারিতা করা হচ্ছে । আমরা এর তীব্র নিন্দা করছি।’’