পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিজয় মিছিলের নিষেধাজ্ঞা না-মানলে দেশে থাকার অধিকার নেই : মমতা - kalighat

বিজয় মিছিল নিয়ে নিষেধাজ্ঞা জারির পরই দিলীপ ঘোষ পালটা জানান জোর করে মিছিল করব । তারই পালটা হিসেবে মমতা আজ সাংবাদিক বৈঠকে বলেন, "মানব না অথচ এদেশে থাকব ! এটা তো হয় না । তুমি এখানে আমায় না মানলে আমিও তোমায় মানব না । মানব না তো কখনও ওয়ান সাইড হয় না !"

মমতা বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষ- ফাইল ছবি

By

Published : Jun 7, 2019, 6:22 PM IST

Updated : Jun 7, 2019, 7:21 PM IST

কলকাতা, 7 জুন : বিজয় মিছিলের নিষেধাজ্ঞা না মানলে দেশে থাকবে না । কার্যত হুমকির সুরেই BJP রাজ্য সভাপতির মন্তব্যের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ বিকেলে তপসিয়ায় তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে একথা বলেন তিনি ।

বিজয় মিছিল নিয়ে নিষেধাজ্ঞা জারির পরই দিলীপ ঘোষ পালটা জানান, জোর করে মিছিল করব । আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, "মানব না অথচ এদেশে থাকব ! এটা তো হয় না । তুমি এখানে আমায় না মানলে আমিও তোমায় মানব না । মানব না তো কখনও ওয়ান সাইড হয় না ! তুমি অ্যাডমিনিস্ট্রেশন মানবে না, তাহলে আমি তোমায় মানব কেন ভাই ? এটা সবার জন্য । মানাটা সবার জন্য । আর না মানাটা তোমার জন্য নয় । তুমি আমায় মানবে না আমি তোমায় মানব কেন ভাই ! তুমি যেমন দেখাবে তেমনি দেখবে । "

শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

মমতা আরও জানান, বিজয় মিছিল থেকে তৃণমূলের অনেক কর্মী-সমর্থককে আক্রমণ করা হয়েছে । পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর 24 পরগনা-সহ বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে । লুট চলেছে । বিভিন্ন জেলায় বিজয় মিছিলের অনুমতি দেওয়ার পর দেখা গেছে, আইন-শৃঙ্খলা নষ্ট হয়েছে ।

এই সংক্রান্ত খবর :মঙ্গলবার বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন : মমতা

গতকাল নিমতায় নিহত তৃণমূল নেতা নির্মল কুণ্ডুর বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, বিজয় মিছিল করা যাবে না । তিনি পুলিশকে নির্দেশ দেন, কোথাও যেন বিজয় মিছিলের অনুমতি দেওয়া না হয় । তাঁর নির্দেশের পরই দিলীপ ঘোষ বলেন, "উনি বিজয় মিছিল ঠিক করার কে ? যতদিন ইচ্ছা ততদিন করব ।"

Last Updated : Jun 7, 2019, 7:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details