কলকাতা, 17 মে : করোনার সংক্রমণে রাশ টানতে আরও কড়া বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার ৷ রবিবার থেকে রাজ্যে কার্যত লকডাউন শুরু হয়েছে ৷ জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷
রবিবার দিনভর সরকারি বিধিনিষেধ রাজ্যজুড়ে কড়া ভাবে মানা হলেও সোমবার সকাল থেকে আচমকাই বদলে গিয়েছে পরিস্থিতি ৷ রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষোভ শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা ৷ সবচেয়ে বেশি ঘাসফুল সমর্থক জড়ো হয়েছেন কলকাতায় নিজাম প্যালেসের সামনে ৷
স্বাভাবিক ভাবেই তাই প্রশ্ন উঠছে যে এই কাজ কতটা সমীচিন হচ্ছে ? এর জেরে তো করোনার সংক্রমণ আরও বৃদ্ধি পেতে পারে ৷ যে উদ্দেশ্য নিয়ে লকডাউন করা হল, তা আদৌ সফল হতে তো ? উঠছে এই প্রশ্ন ৷
এর সঙ্গে আর যে প্রশ্নটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে যে এমন পরিস্থিতি তৈরি হওয়ার জন্য কে দায়ী ? কেন্দ্রের শাসক দল বিজেপি ? নাকি রাজ্যের পুলিশ-প্রশাসন, যাঁরা সোমবার সকাল থেকে রাজ্যে কার্যত ব্যর্থ হলেন কোভিড মহামারী আইন প্রয়োগ করে এই ধরনের জমায়েত বন্ধ করে দিতে !
যদিও এই বিক্ষোভকে স্বতঃস্ফূর্ত বলেই মনে করছেন তৃণমূল নেতা তাপস রায় ৷ তাঁর কথায়, ‘‘স্বাভাবিক পরিস্থিতির সঙ্গে একে বিচার করলে চলবে না ৷ এটা তৃণমূলের কোনও ঘোষিত কর্মসূচি নয় ৷ এক ঘণ্টার নোটিসে লোক জড়ো করিনি আমরা ৷ এটা মানুষের স্বতঃস্ফুর্ত জমায়েত ৷ এই জমায়েতকে আটকানো জরুরি হলেও এর পিছনে কারণ রয়েছে ৷ তাঁরা দেখতে পাচ্ছেন, তাঁদের ভালোবাসার মানুষগুলোর সঙ্গে অন্যায় হয়েছে ৷ তাই মৃত্যুভয় উপেক্ষা করে পথে নেমেছেন ৷ আমরা এই জমায়েতকে সমর্থন করছি না ৷’’
আরও পড়ুন :নিজাম প্যালেসে পৌঁছে কি রাজনৈতিক মাস্টারস্ট্রোক দিলেন মমতা ?
অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর বক্তব্য, আজ রাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে ৷ তার জন্য কেন্দ্র দায়ী ৷ যেখানে করোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি, সেখানে এভাবে সিদ্ধান্ত নেওয়ার আগে কেন্দ্রীয় সরকার ও সিবিআই এর ভাবার প্রয়োজন ছিল ৷ কেউ অপরাধ করলে তার গ্রেফতারের বিরোধিতা আমরা করছি না ৷ কিন্তু যে সময়কে বেছে নেওয়া হল ৷ এটা বোধ হয় সঠিক নয় ৷