কলকাতা,16 মে:রাস্তায় মানুষের আনাগোনা বেশি হলেই বৃদ্ধি পাবে কোরোনা সংক্রমণ। সামাজিক দূরত্ব কমলে ফের বাড়তে পারে কোরোনার সংক্রমণ । আজ এই কথা জানালেন ফিরহাদ হাকিম। যদিও বাস পরিষেবার চালানোর ক্ষেত্রে রাজ্য সরকার কয়েকটি নির্দেশিকা দিয়েছে। রাজ্য সরকারের সেই নির্দেশিকা মেনেই বাস চালাতে হবে। সোমবার থেকে বাস পরিষেবা শুরু করতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্য সরকার ঘোষণা করেছে প্রতি আধ ঘণ্টা পর পর সরকারি বাস চালানো হবে। কলকাতা শহরের বুকে বাস চললে কোরোনা সংক্রমণ কি বৃদ্ধি পেতে পারে এ বিষয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন "যত মানুষ রাস্তায় বেরোবে, যত মানুষের আনাগোনা বাড়বে, ততই সংক্রমণের সম্ভাবনা বৃদ্ধি পাবে" ।
কলকাতা পৌর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানিয়েছেন, সামাজিক দূরত্ব যত কমবে যতই কোরোনা সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা বেশি। তিনি জানিয়েছেন ট্রেনের ক্ষেত্রে আমরা দেখেছি ট্রেন পরিষেবা শুরু হওয়ার পরেই কোরোনার সংক্রমণ বেড়েছে। কিন্তু বাস যদি রাজ্য সরকারের নির্দেশ মেনে চালানো হয় এবং 20 জনের বেশি যাত্রী বাসে না থাকে তাহলে হয়তো সংক্রমণের সম্ভাবনা কম হবে।
নির্দেশ মেনে বাস চালালে সংক্রমণের সম্ভাবনা কম, দাবি ফিরহাদ হাকিমের - সোমবার থেকে বাস পরিষেবা শুরু
কলকাতা পৌর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানিয়েছেন, সামাজিক দূরত্ব যত কমবে যতই কোরোনা সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা বেশি। তিনি জানিয়েছেন ট্রেনের ক্ষেত্রে আমরা দেখেছি ট্রেন পরিষেবা শুরু হওয়ার পরেই কোরোনার সংক্রমণ বেড়েছে। কিন্তু বাস যদি রাজ্য সরকারের নির্দেশ মেনে চালানো হয়, এবং 20 জনের বেশি যাত্রী বাসে না থাকে তাহলে হয়তো সংক্রমণের সম্ভাবনা কম হবে।
ফিরহাদ হাকিম
যদিও বেসরকারি বাস সংগঠনগুলি জানিয়েছে, রাজ্য সরকার তাঁদের বর্ধিত ভাড়া মেনে নেয়নি ।ভাড়া কমিয়ে রাজ্য সরকারের দেওয়া নির্দেশ মেনে বাস চালানো সম্ভব নয়। তাই এই পরিস্থিতি তারা এখন রাস্তায় বাস চালাবেন না। কনটেইনমেন্টে জোন বাদ দিয়ে শুধুমাত্র নন কনটেইনমেন্টে জোনের মধ্যে বাস চালানো সম্ভব নয়। মাত্র ২০ জন যাত্রী নিয়ে বাস চালালে লাভের চেয়ে লোকসানই বেশি হবে। তাই বেসরকারি বাস সংগঠন জানিয়েছে, এই পরিস্থিতিতে তারা বাস চালাবে না শহরে।