পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ভালো বেতনে ক্লার্ক, পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সরকারি চাকরি কলকাতায় - Bengal Jobs,

কলকাতায় মোটা বেতনের সরকারি চাকরি ৷ অনলাইনেও আবেদন করা যাবে ৷ আবেদনের শেষ তারিখ 18 নভেম্বর ৷

ভালো বেতনে ক্লার্ক, পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সরকারি চাকরি কলকাতায়

By

Published : Oct 22, 2019, 12:30 AM IST

কলকাতা, 22 অক্টোবর : পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, অ্য়াসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এনটেরিক ডিজ়িজ়েস, কলকাতায়। মোট সম্ভাব্য শূন্যপদ ৯। তবে পরিবর্তন হতে পারে এই সংখ্যায়। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। www.niced.org.in - এই ওয়েবসাইটের মাধ্যমে।
পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে শূন্যপদের সংখ্যা ১ (অসংরক্ষিত)। হতে হবে স্নাতক। সঙ্গে কম্পিউটারের জ্ঞান। শর্টহ্যান্ডে (ইংরেজি ও হিন্দি) প্রতি মিনিটে ১২০ শব্দ লেখার গতি থাকতে হবে। বয়স হতে হবে ৩০-এর মধ্যে। সংরক্ষণের আওতাভুক্তরা নির্দিষ্ট নিয়মানুয়ায়ী বয়সের ছাড় পাবেন। সপ্তম পে কমিশন অনুযায়ী এই পদের বেতন ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা। সঙ্গে পাবেন নির্দিষ্ট ভাতা।

সাধারণ অ্যাসিস্ট্যান্ট পদে শূন্যপদের সংখ্যা ২ (অসংরক্ষিত) । প্রার্থীকে হতে হবে স্নাতক। সঙ্গে থাকতে হবে এম এস অফিস, পাওয়ার পয়েন্টের জ্ঞান। সপ্তম পে কমিশন অনুযায়ী এই পদের বেতন ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা। সঙ্গে পাবেন নির্দিষ্ট ভাতা।

আপার ডিভিশন ক্লার্ক পদে শূন্যপদের সংখ্যা ৩ (অসংরক্ষিত)। স্নাতক বা সমতুল হতে হবে চাকরিপ্রার্থীকে। সঙ্গে থাকতে হবে প্রয়োজন অনুযায়ী হিন্দি ও ইংরেজিতে টাইপিংয়ে দক্ষতা। বয়স হতে হবে ১৮ থেকে ২৭-এর মধ্যে। সপ্তম পে কমিশন অনুযায়ী এই পদের বেতন ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা। সঙ্গে থাকবে নির্দিষ্ট ভাতা।

লোয়ার ডিভিশন ক্লার্ক পদে শূন্যপদের সংখ্যা ৩ (অসংরক্ষিত, এর মধ্যে ১ টি পদ প্রাক্তন সেনাকর্মীর জন্য সংরক্ষিত)। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমতুল। সঙ্গে থাকতে হবে প্রয়োজন অনুযায়ী হিন্দি ও ইংরেজিতে টাইপিংয়ে দক্ষতা। বয়স হতে হবে ১৮ থেকে ২৭-এর মধ্যে। সপ্তম পে কমিশন অনুযায়ী এই পদের বেতন ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা। সঙ্গে নির্দিষ্ট ভাতা।

অনলাইনে আবেদন করার সময় ফি দিতে হবে ৩০০ টাকা। ফি জমা দিতে হবে অনলাইন পেমেন্ট মোডে। আবেদন করা যাবে ১৮ নভেম্বর পর্যন্ত।

বিশেষ দ্রষ্টব্য : চাকরি সংক্রান্ত খবরটুকু শুধু দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু না । প্রার্থীদের কাছে অনুরোধ, আবেদন করার আগে নিয়োগ ও পরীক্ষা সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তিটি ভালোভাবে খুঁটিয়ে দেখুন ও তা অনুসরণ করুন ।

ABOUT THE AUTHOR

...view details