কলকাতা, 23 জুলাই : রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Elections 2022) সময় তাঁর অবস্থান দলে থাকা না থাকা নিয়ে কম বিতর্ক হয়নি । তবে রাজনীতিতে থেকেও যে তিনি ভিন্ন মেরুর বাসিন্দা আরও একবার তা বুঝিয়ে দিলেন প্রবীণ তৃণমূল কংগ্রেস সাংসদ শিশির অধিকারী (TMC MP Sisir Adhikari) ।
এদিন সকালে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার (Partha Chatterjee Arrested) হওয়ার পর প্রতিক্রিয়ার জন্য ইটিভি ভারতের তরফ থেকে তাঁকে বারবার ফোন করা হয় । সে সময় তিনি ফোন ধরেননি । দুপুরে তিনি নিজেই ফোন করেন এই প্রতিবেদককে । তখন তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, অন্যের দুর্দিনে মজা দেখার সংস্কৃতিতে তিনি বিশ্বাসী নন । এতে তাঁর রুচিতে বাঁধে ।
এদিন ঠিক কী বলেছেন শিশিরবাবু ? তিনি বলেন, ‘‘আমি প্রবীণ মানুষ । এসব নিয়ে কোনও প্রতিক্রিয়া দেব না । দয়া করে আমাকে খবরের অংশ করবেন না ।’’ এর পর তাঁর সংযোজন, ‘‘দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছি । ভালো-মন্দে সঙ্গে থেকেছি । আজকে কারও দুর্দিনে মজা দেখার মানুষ আমি নই । আমায় ছেড়ে দিন । আমি অসুস্থ ।’’