পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Partha Chatterjee: আধিকারিকদের উপর ভরসা করতাম, যেখানে বলত সেখানেই সই করেছি: পার্থ - পার্থ চট্টোপাধ্যায়

আমার আধিকারিকদের উপর ভরসা করতাম ৷ ওঁরা যেখানে বলতেন সেখানেই সই করেছি ৷ সিবিআইয়ের (CBI) জেরায় এমনই বিস্ফোরক দাবি করলেন শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে (SSC Recruitment Case) অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)৷

I had full faith in my officials, claims Partha Chatterjee in CBI interrogation
আধিকারিকদের উপর ভরসা করতাম, যেখানে বলত সেখানেই সই করেছি: পার্থ

By

Published : Sep 19, 2022, 2:40 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর:শিক্ষাক্ষেত্রে দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Case) ইতিমধ্যেই জেল হেফাজত থেকে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই (CBI)। আর এ বার সিবিআইয়ের জেরায় বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী ।

সুত্রের খবর, পার্থ জেরায় তদন্তকারী আধিকারিকদের জানিয়েছেন, "আমি আমার আধিকারিকদের উপর ভরসা করতাম । এসএসসি দুর্নীতি কাণ্ডে আমার ভূমিকা খুবই সীমিত । প্রত্যেকটি ফাইল আসত শিক্ষা দফতর থেকে । আধিকারিকরা যেভাবে যেখানে যখন সই করতে বলতেন সেখানেই আমি সই করে দিতাম । কারণ আমি আমার আধিকারিকদের উপর ভরসা রাখতাম ।"

ইতিমধ্যেই আজ পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নামে চার্জশিট পেশ করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । গত 23 জুলাই নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি । পরে তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করে তারা । তাঁর হরিদেবপুর ও বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে তল্লাশি চালিয়ে মোট 50 কোটি টাকা উদ্ধার করা হয় । তাছাড়াও শুধু 4 কোটি 31 লক্ষ টাকার সোনার গয়নাও বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা ।

আরও পড়ুন:এসএসসি নিয়োগ দুর্নীতিতে পার্থ নয়, সিবিআইয়ের টার্গেট আরও বড় কোনও মাথা

বেশ কয়েক দফায় ইডি হেফাজতে থাকার পর প্রেসিডেন্সি সংশোধনাগারে ছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং আলিপুর মহিলা সংশোধনাগারে আছেন অর্পিতা । কিন্তু বর্তমানে পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই । আর সেখানেই পার্থকে জেরা করে এই বিস্ফোরক তথ্য পেয়েছেন সিবিআই আধিকারিকরা ।

ABOUT THE AUTHOR

...view details