পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিশ্বভারতীর উপাচার্যের নিরাপত্তার ব্যবস্থা করা হোক : রাজ্যপাল - শান্তিনিকেতনের খবর

"বিশ্বভারতীর উপাচার্যের নিরাপত্তারক্ষী সরিয়ে নেওয়া অনুচিত ।" টুইটবার্তা রাজ্যপালের ।

Jagdeep Dhankhar
জগদীপ ধনকড় - মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Aug 19, 2020, 8:58 PM IST

কলকাতা, 19 অগাস্ট : বিশ্বভারতীর উপাচার্যের সশস্ত্র নিরাপত্তারক্ষী তুলে নেওয়ার বিষয়ে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । টুইটারে তিনি জানান, "এই সিদ্ধান্ত অনুচিত । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ-বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে ও উপাচার্যের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য বলেছি।"

প্রসঙ্গত, 17 অগাস্ট বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নিরাপত্তার দায়িত্বে চার সশস্ত্র নিরাপত্তারক্ষীকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন ।

বিশ্বভারতীর ঐতিহ্যবাহী পৌষমেলার মাঠের চারিদিক ঘেরাকে কেন্দ্র করে রবিবার উত্তেজনা ছড়ায় এলাকায় । উত্তেজনার পরিবেশ এখনও অব্যাহত । সেদিন বোলপুর ব্যবসায়ী সমিতির সঙ্গে বচসা শুরু হয় ঠিকাদারের । অভিযোগ, মারধরও করা হয় ঠিকাদারকে । বন্ধ করে দেওয়া হয় পাঁচিল তোলার কাজ । এরপরই বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নেতৃত্বে কর্মী-অধ্যাপক-অধ্যাপিকাদের একাংশ মিছিল করেন ।

এই সংক্রান্ত আরও খবর :বিশ্বভারতী নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল, নির্মাণকাজে সমর্থন নেই মমতার

এরপরই উপাচার্যের চারজন সশস্ত্র নিরাপত্তারক্ষী তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার । পুলিশ সূত্রের খবর, নিয়মবহির্ভূতভাবে সশস্ত্র নিরাপত্তারক্ষীদের নিয়ে মিছিল করেন উপাচার্য । সেই কারণেই নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয় বলে পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছিলেন ।

এই সংক্রান্ত আরও খবর :বিশ্বভারতীর উপাচার্যের সশস্ত্র নিরাপত্তারক্ষী তুলে নিল রাজ্য

এবার সেই ঘটনায় সরব হলেন রাজ্যপাল । সরাসরি রাজ্য সরকারের বিরোধিতা করে টুইটারে জানান, "এহেন সিদ্ধান্ত অনুচিত ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপাচার্যের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য বলেছি ।"

ABOUT THE AUTHOR

...view details