পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দলীয় কর্মীদের মৃত্যুতে নিজেকে অপরাধী মনে হয়, বলেই কাঁদলেন দিলীপ - BJP

আজ ICCR প্রেক্ষাগৃহে দলের সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কেঁদে ফেললেন রাজ্য BJP সভাপতি । তিনি বলেন, দলীয় কর্মীদের মৃত্যু আমার কাছে পীড়াদায়ক ।

দলীয় বৈঠকে দিলীপ ঘোষ

By

Published : Jul 7, 2019, 1:18 PM IST

Updated : Jul 7, 2019, 3:06 PM IST

কলকাতা, 7 জুলাই : আজ ICCR প্রেক্ষাগৃহে দলের সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কেঁদে ফেললেন রাজ্য BJP সভাপতি । কাঁপা কাঁপা গলায় তিনি বলেন, "দলীয় কর্মীদের মৃত্যু আমার কাছে পীড়াদায়ক । নিজেকেই অপরাধী মনে হয় ।"

আজ ICCR প্রেক্ষাগৃহে BJP-র সাংগঠনিক বৈঠক হয় । বক্তব্য রাখতে গিয়েই গলা কেঁপে যায় দলের রাজ্য সভাপতির । কাঁপা গলাতেই দিলীপ ঘোষ বলেন, "দলের রাজ্য সভাপতি হিসেবে এই সময়টা কষ্টের । প্রায় দিনই কোনও না কোনও কর্মীর মৃতদেহের উপর আমাকে মালা দিতে হয় । ডজন ডজন কর্মীর বিনিময়ে আমরা সাফল্য পেয়েছি । খুবই পীড়াদায়ক । মাঝে মাঝে নিজেকে অপরাধী মনে হয় ।" পরক্ষণেই তিনি বলেন, "কর্মীদের লড়াইয়ের কারণেই মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছেন । আমরা সাফল্য পেয়েছি ।"

দেখুন ভিডিয়ো

পাশাপাশি দিলীপ ঘোষ জানান, এখনও পর্যন্ত দলের 72 জন কর্মী নিহত হয়েছেন । বহু কর্মী এখনও হাসপাতালে চিকিৎসাধীন । অনেকে ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন । বহু কর্মীকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে । তারা সংশোধনাগারে বন্দি ।

আরও পড়ুন : অমর্ত্য সেনের পশ্চিমবঙ্গের সংস্কৃতি সম্পর্কে ধারণা আছে কি ? প্রশ্ন দিলীপের

আজ মূলত দলের সাংগঠনিক কাজের দায়িত্ব বন্টনের জন্যই ICCR প্রেক্ষাগৃহে বৈঠকের আয়োজন করে রাজ্য BJP নেতৃত্ব । বৈঠকে যোগদান করেন BJP-র 18 জন সাংসদ ও সমস্ত বিধায়ক । সেখানেই লোকসভা নির্বাচনে দলের সাফল্য প্রসঙ্গে প্রয়াত দলীয় কর্মীদের কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন দিলীপ ঘোষ ।

Last Updated : Jul 7, 2019, 3:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details