কলকাতা, 14 সেপ্টেম্বর:শিক্ষা ক্ষেত্রে নিয়োগে দুর্নীতি মামলায় অভিযুক্ত (SSC Recruitment Case)পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) আরও কোটি কোটি টাকার সন্ধান পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ আদালতে ইডি আজ জানিয়েছে যে, অর্পিতার আরও 5 কোটি 32 লক্ষ টাকার খোঁজ পেয়েছে তারা ৷ 2 কোটি টাকা অর্পিতার নিজের অ্যাকাউন্টেই রয়েছে ৷ আর বাকি টাকা রয়েছে অর্পিতার 2 সংস্থার অ্যাকাউন্টে ৷ যদিও আদালতে আজও অর্পিতা দাবি করেছেন যে, তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা কীভাবে সেখানে এল, তার কিছুই তাঁর জানা নেই ৷ এ দিন বিচারকের সামনে কেঁদে ফেলেন তিনি (Arpita Cries in Court)৷
জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় আজ পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ভার্চুয়ালি আদালতের শুনানিতে পেশ করা হয় । ভার্চুয়াল শুনানির সময় কান্নায় ভেঙে পড়েন পার্থ ও অর্পিতা দুজনেই ৷ এ দিন শুনানির সময় অর্পিতা বিচারককে কাঁদতে কাঁদতে বলেছেন, "আমার বাড়িতে এত টাকা রয়েছে, আমি জানতামই না ৷ আমার ধারণাই নেই এরকম কী করে হল ! ইডি আমার বাড়িতে তিরিশ ঘণ্টারও বেশি ছিল । আমি নিজে জানি না কোথা থেকে কীভাবে এত টাকা উদ্ধার হল । ওঁরা যতক্ষণ ছিলেন আমি বাইরে বেরোইনি । আমি চার ঘণ্টার মতো বাথরুমে ছিলাম । তারপর বেডরুমে ছিলাম ৷ আমি জানি না কীভাবে টাকা পেলেন তাঁরা । আমি সাধারণ জীবনযাপন করি । আমার বৃদ্ধা মা আছেন ।"