পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Manosi Sengupta : দুর্গারূপে মিমের শিকার হব ভাবিনি, অসন্তুষ্ট মদনের মিউজিক ভিডিয়োর 'দুর্গা' - Television Actress

মদন মিত্রের নতুন মিউজিক ভিডিয়ো রিলিজ হয়েছে ৷ আর সেই ভিডিয়োয় দুর্গারূপে দেখা গিয়েছে টেলিভিশনের অভিনেত্রী মানসী সেনগুপ্তকে ৷ কিন্তু, মিউজিক ভিডিয়ো প্রকাশের পর মোটেও খুশি নন অভিনেত্রী ৷ জানিয়ে দিলেন, তাঁকে নিয়ে মিম হওয়ায় খুশি নন ৷

Television Actress Manosi Sengupta Unhappy with Madan Mitras music video
‘‘দুর্গারূপে মিমের শিকার হব ভাবিনি’’, অসন্তোষ মদন মিত্রের মিউজিক ভিডিয়োর দুর্গা

By

Published : Sep 22, 2021, 7:08 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর : তৃণমূলের বিধায়ক ছাড়াও অনেক কাজ আছে তাঁর জীবনে ৷ তেমনি সম্প্রতি একটি গানের মিউজিক ভিডিয়ো প্রকাশ হয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রের ৷ যে মিউজিক ভিডিয়ো-তে দেবী দুর্গার রূপে দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্তকে ৷ কিন্তু, এই ভিডিয়ো অ্যালবামে কাজ করে খুশি নন তিনি ৷ কারণ, ভিডিয়ো অ্যালবামে মানসীকে যেভাবে পোর্ট্রে করা হয়েছে, তাতে তিনি ক্রমাগত মিম-এর শিকার হচ্ছেন ৷

ভবানীপুর উপনির্বাচনের আগে আগমনীর সুরের সঙ্গে রকের ফিউশন দিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র ৷ নিজের গলাতেই গেয়েছেন সেই গান ৷ খেলতেও দেখা গিয়েছে তাঁকে ৷ মিউজিক ভিডিয়োতে তাঁকে মধ্যমণি করে নৃত্য পরিবেশন করতে দেখা গেছে শিল্পীদের ৷ লাল পাড় সাদা শাড়ি পরিহিতা নৃত্যশিল্পীরা চোখে পরেছেন কালো সানগ্লাস ৷ সব মিলিয়ে বিনোদনের ভরপুর রসদ রয়েছে ভিডিয়োটিতে ৷ খাঁটি বাঙালিবাবুর সাজে ধরা দিয়েছেন কালারফুল মদন মিত্র ৷

মিউজিক ভিডিয়োতে মদন মিত্র

আর মদন মিত্রের এই মিউজিক ভিডিয়োতে দুর্গার চরিত্রে দেখা গিয়েছে টেলিভিশনের অভিনেত্রী মানসী সেনগুপ্তকে ৷ টিভিতে কাজ করার সুবাদে 14 ঘণ্টার টানটান সূচি তাঁর ৷ ব্যস্ততা আকাশছোঁয়া ৷ তার উপরে নতুন ধারাবাহিক ‘উমা’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি ৷ তারই সঙ্গে পুজোর জন্য ব্যাঙ্কিং করতে হচ্ছে ৷ তাই ব্যস্ততা তুঙ্গে ৷ সেই ব্যস্ততার ফাঁকেই দুর্গারূপে নিজেকে দেখার আনন্দে এবং তৃপ্তির আশায় এগিয়েছিলেন তিনি ৷ এই মিউজিক ভিডিয়োতে দুর্গারূপে নিজেকে দেখে কতটা আপ্লুত তিনি ? এবং কেমন লাগল বিধায়কের গানে নিজেকে দুর্গারূপে পেয়ে ? সেই খোঁজ নিতেই তাঁকে ফোন ঘোরানো হয় ৷

আরও পড়ুন : Madan Mitra : মমতার হাত ধরে সামনে হাঁটি; আগমনীর সুরে মমতার প্রচারে কালারফুল মদন

কিন্তু, সেই প্রশ্নের যে জবাব উল্টোদিক থেকে এসেছে, তা অবাক করে দেওয়া মতো ৷ আবার হয়তো নাও ৷ মানসী জানান, ‘‘দাদার (মদন মিত্র) প্রজেক্টে কাজ করতে পেরে খুশি তো বটেই ৷ কিন্তু, তার পর যা ঘটল তাতে একদম খুশি নই ৷ মিমের শিকার হতে হল দুর্গাকে ! আর সেই দুর্গা রূপে আমি ৷’’ স্পষ্টত ক্ষোভ তাঁর গলায় ৷ অবশ্যই তা মিমের শিকার হতে হওয়ায় ৷

আরও পড়ুন :Debjani Sujoy Exhibition : পুজোর আগে দেবযানী-সুজয়ের পরব-এ চাঁদের হাট

মানসীর কথায়, ‘‘টিভির কাজে খুব ব্যস্ত আমি ৷ তার মাঝেই শুটিং থেকে সময় বের করে কাজটা করতে গিয়েছিলাম ৷ মিউজিক ভিডিয়োর অংশ হতে পেরে আমার ভালই লেগেছে ৷ তবে, আমার মতে, এখানে দুর্গাকে আরেকটু ভাল করে দেখানো যেতে পারত ৷ এটা তো কোনও সিরিয়াস ভিডিয়ো নয় ৷ মানুষকে একটু মজা দেওয়ার জন্যই তৈরি ৷ দাদার গান, পিকচারাইজেশন সব অত্যন্ত ভাল ৷ তা নিয়ে কোনও কথা হবে না ৷ এই কাজের অংশ হতে পেরে আমিও খুশি ৷ কাজের জন্য উপযুক্ত পারিশ্রমিকও আমি পেয়েছি ৷ সেই নিয়ে কোনও অভিযোগ নেই আমার ৷’’

তাহলে সমস্যাটা কোথায় ? অভিনেত্রী জানাচ্ছেন, ‘‘আমার একটা ইমেজ আছে ৷ আমি জানি আমি ইন্ডাস্ট্রির এমন বড় কেউ নই ৷ জিরো আমি ৷ তবু আমার কাজের জন্য মানুষ আমায় কমবেশি চেনে ৷ এই মিউজিক ভিডিয়ো করে আমি মিমের শিকার হব বুঝতে পারিনি ৷ দুর্গাকে নিয়ে মিম করা যায়? কিন্তু সেটাই হচ্ছে ৷ আর যে দুর্গাকে নিয়ে মিম হচ্ছে সেই দুর্গার চরিত্রে আমি ৷’’

আরও পড়ুন : Alpo Holeo Sotti: ওয়েবে নয়, বড়পর্দায় আসছে সৌরভ-দর্শনার 'অল্প হলেও সত্যি'

তবে, এই মুহূর্তে নিজের কাজ নিয়ে ব্যস্ত মানসী ৷ সেই কাজের থেকে সময় বের করেই মদন মিত্রের মিউজিক ভিডিয়োতে কাজ করেছেন ৷ তিনি জানান, ‘‘নতুন একটা সিরিয়াল জয়েন করেছি, খুব ব্যস্ত ৷ পুজোর ব্যাঙ্কিং এর কাজ চলছে ৷ শুটিং-এর থেকে সময় বের করে গেছি কাজটা করতে ৷ খুব এক্সাইটেড ছিলাম ৷ লোক কাজটা নিয়ে হাসাহাসি করবে ভাবিনি ৷ আমি প্রচণ্ড হার্ড ওয়ার্ক করছি আমার কেরিয়ারটাকে দাঁড় করানোর জন্য ৷ আমি চাই আমাকে আমার কাজের জন্য মানুষ চিনুক ৷ আমাকে নিয়ে মিম হোক আমি চাই না ৷ এখন ভাবছি কাজটা না করলেই ভাল হত ৷’’

আরও পড়ুন : Jaalbandi: বড় পর্দায় আসছে সমরেশ মজুমদারের জালবন্দী, জুটি প্রিন্স-দর্শনা

মানসীর সাফ বক্তব্য, ‘‘আমি অভিনেত্রী ৷ কাজ করেছি টাকা পেয়েছি ৷ দ্যাটস ইট ৷ দাদার কাজ মানেই হিট ৷ সেখানে যদি দুর্গাকে আরেকটু ভালভাবে পোর্ট্রে করা হত ৷ আমার মনে হয় আরও ভাল লাগত ৷’’ সবশেষে বিধায়কের আগামী সব পদক্ষেপের জন্য তাঁকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন মানসী সেনগুপ্ত ৷ তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ভাল বলে জানিয়েছেন তিনি ৷ আক্ষেপ একটাই, দুর্গারূপে মিমের শিকার হতে হল তাঁকে ৷ তাই তিনি মনে করেন, ভিডিয়োর নির্মাতা আরেকটু ভাল কিছু ভাবতে পারতেন দুর্গা চরিত্রটা নিয়ে ৷

ABOUT THE AUTHOR

...view details