কলকাতা, 7 নভেম্বর: তিনি দল ছাড়ছেন না ৷ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip ghosh) দল ছাড়ার প্রস্তাবে জবাব দিয়ে একথা জানিয়ে দিলেন বিজেপির প্রবীণ নেতা তথাগত রায় (Tathagata Roy) ৷ তবে হুমকির সুরে তিনি জানিয়েছেন, দল ছাড়লে অনেক গুপ্তকথাই ফাঁস করে দিতে পারেন ৷ তিনি দলের পাশেই থাকবেন ও দলকে আলো দেখানোর চেষ্টা করে যাবেন ৷
শনিবার তথাগত রায়কে একহাত নিয়েছিলেন দিলীপ ঘোষ ৷ তিমি বলেন, "তথাগত রায় দলের ক্ষতি করছেন ৷ বারবার তিনি বিজেপিকে আক্রমণ করেছেন ৷ বারবার তিনি দাবি করেছেন যে, রাজ্য নেতৃত্বের দুর্দশা দেখে তিনি লজ্জিত ৷ লজ্জা লাগলে দল ছেড়ে চলে যান ৷ কতদিন এ ভাবে লজ্জা পাবেন ? দল ছেড়ে দিন ৷"
দিলীপের এই প্রস্তাবের জবাব দিয়ে রবিবার টুইট করেছেন তথাগত রায় ৷ তিনি লিখেছেন, "গতকাল থেকে ফোনে ফোনে জর্জরিত হয়ে গেলাম । সকলকে আশ্বস্ত করছি এই বলে, যে আমি স্বেচ্ছায় দল ছাড়ছি না । আমি আপাতত এখন সাধারণ সদস্য । এই অবস্থাতেই যাত্রার বিবেকের ভূমিকা পালন করে যাব । দল ছাড়তে পারলে সব গুপ্তকথাই ফাঁস করতে পারতাম কিন্তু এখনই তা হচ্ছে না ।"
আরও পড়ুন:Tathagata Roy: কেন একের পর এক টুইট-বাণ ? 'বলতেই হল' তথাগতকে