পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"আমি মানবতাকে তোষণ করি", বললেন মমতা - ভারত সেবাশ্রম সংঘ

ফের BJP-কে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বললেন, তিনি মানবতার তোষণ করেন ।

মমতা
ফাইল ছবি

By

Published : Feb 20, 2020, 10:19 PM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি : ভারত সেবাশ্রম সংঘের অনুষ্ঠান থেকে নাম না করে BJP-র বিরুদ্ধে ধর্মীয় বিভেদ তৈরির অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে সম্প্রীতি ও ঐক্যেরও বার্তা দেন তিনি ।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ ভারত সেবাশ্রম সংঘের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওই অনুষ্ঠানমঞ্চ থেকেই ধর্মীয় বিভেদ তৈরির অভিযোগ তুলে তিনি বলেন, "যারা এসব কথা বলে তাদের ব্রেনটা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে । আমরা মরুভূমি চাই না। সবুজ সতেজ সমাজ চাই । সবুজ ধর্ম চাই।"

কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোুপাধ্যায়

BJP-র নাম না নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "অনেকে আমাকে বলে মুসলিম তোষণ করি। আমি মানবতাকে তোষণ করি। যে মানবতা হিন্দু, মুসলিম, ক্রিশ্চান সবাইকে নিয়ে চলে। মানবতার আর এক নাম সেবা। সেবার এক নাম ধর্ম। ভাগাভাগি যেন না করি। দাঙ্গা যেন না করি। রক্তক্ষয় যেন না করি। দেশকে রক্তাক্ত না করি। জাতিকে রক্তাক্ত না করি। ভেদাভেদ না করি।"

ABOUT THE AUTHOR

...view details