কলকাতা, 6 জুলাই: তাঁর বক্তব্যের পর থেকেই বাংলার রাজনীতিতে ঝড় উঠেছে । দেবী কালীকে (Kaali Row) নিয়ে তাঁর মন্তব্যের পর দলও তাঁর পাশে দাঁড়ায়নি । বিভিন্ন প্রান্তে বিজেপি-র বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছে । একাধিক জায়গায় এফআইআর করছেন বিজেপির নেতাকর্মীরা । আর এ সবের মধ্যেই তৃণমূল সংসদ জানিয়ে দিলেন, তাঁর বক্তব্য থেকে সরছেন না তিনি । এ দিন এক টুইট বার্তায় মহুয়া (Mahua Moitra slams BJP) জানিয়েছেন, তিনি কালী ভক্ত । আমি কোনও কিছুতেই ভয় পাই না ।
'কালী' তথ্যচিত্রের পোস্টার নিয়ে মহুয়া মৈত্রের বক্তব্য সমর্থন করেনি তাঁর দলই । গতকাল তার বক্তব্যের পর থেকেই বাংলার রাজনীতিতে ঝড় উঠেছে । রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি এর বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছে । একাধিক জায়গায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে এফআইআর করছেন বিজেপির নেতাকর্মীরা । আর এ সবের মধ্যেই তৃণমূল সংসদ জানিয়ে দিলেন, তাঁর বক্তব্য থেকে সরছেন না তিনি । এ দিন এক টুইট বার্তায় মহুয়া জানিয়েছেন, তিনি কালী ভক্ত । তিনি কোনও কিছুতেই ভয় পান না ।
আরও পড়ুন:নূপুর শর্মাকে গ্রেফতারের দাবি উঠলে, মহুয়া নয় কেন? ‘কালী’ বিতর্কে প্রশ্ন লকেটের