কলকাতা, 16 মার্চ : পৌরভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে ফের বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সমস্ত দিক বিবেচনা করে পৌরভোটের দিনক্ষণ চূড়ান্ত করতে রাজ্য নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে টুইট করেছেন ৷
রাজ্যে কোরোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে আজ সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ আজকের বৈঠকে উঠে আসতে পারে পৌরভোটের প্রসঙ্গও ৷ এই পরিস্থিতিতে আজ সকালে পৌরভোট নিয়ে পর পর তিনটি টুইট রাজ্যপালের ৷
অবাধ ও স্বচ্ছ ভোটের আহ্বান জানিয়ে রাজ্যপাল লেখেন, " ভোট যতটা অধিকার ততটাই কর্তব্য ৷ এটা জাতীয় কর্তব্য ৷ ভোট না করে অন্যপথে যাওয়া গণতন্ত্র ও দেশের প্রতি ক্ষতিকর পদক্ষেপ ৷ সেক্ষেত্রে ভোট প্রক্রিয়ার ব্যর্থতার জন্য তারা দায়ি ৷" দেশকে সবার আগে রাখতে ভোট প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান তিনি ৷ টুইটের শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্ত যেথা ভয় শূন্য কবিতাটির একটি অংশের ইংরেজি অনুবাদও যুক্ত করেছেন তিনি ৷