বিধাননগর, 25 মে : চাকরির নামে যুবকের সঙ্গে প্রতারণা ৷ সংশ্লিষ্ট যুবকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সোহেল সাহাকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ অভিযুক্তের পরিচয়, তিনি নাকি অভিনেত্রী পায়েল সরকারের স্বামী (Husband of a television actress arrested in fraud case) ৷ স্বাভাবিকভাবেই অভিযুক্তের গ্রেফতারির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷
প্রতারণার শিকার সায়ন দাস নামে যুবক এপ্রিল মাসে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ দায়ের করেন সোহেল সাহার বিরুদ্ধে ৷ নিজেকে ছোটপর্দার অভিনেত্রী পায়েল সরকারের স্বামী হিসেবে পরিচয় দেওয়া সোহেল অভিযোগকারীকে এক বেসরকারি সংস্থায় চাকরির প্রতিশ্রুতি দেন ৷ যুবক তাতে রাজি হলে তাকে ইন্টারভিউতে বসতে বলা হয় । তবে যুবক বারংবার ইন্টারভিউ দিলেও তাঁর চাকরি জোটেনি । এরপরই অভিযুক্ত ওই যুবককে কোটায় চাকরির নামে 1 লক্ষ 40 হাজার টাকা চেয়ে বসে ৷ যুবক অভিযুক্তের প্রতারণার ফাঁদে পা দিয়ে সেই টাকা মিটিয়ে দেয় ৷