কলকাতা, 15 মার্চ : এবার কয়লাপাচার কাণ্ডে নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে ডাক পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের স্বামী ও শ্বশুরের ৷ অন্যদিকে সারদা চিটফান্ড মামলায় টিভি চ্যানেল বিক্রি সংক্রান্ত ঘটনায় সল্টলেকের ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়েছে চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে । ডাক পড়েছে পার্থ চট্টোপাধ্যায়েরও ৷ বিধানসভা নির্বাচনের আগে কয়লাপাচার কাণ্ড ও চিটফান্ড মামলায় ক্রমশ সক্রিয় হচ্ছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি ।
এর আগে কয়লাকাণ্ডের তদন্তে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ও শ্যালিকা মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই । সিবিআই সূত্রের খবর, সেই সময় একাধিক প্রশ্নের উত্তর দেননি রুজিরা । অন্যদিকে মেনকা গম্ভীরের লন্ডনের ব্যাঙ্ক অ্যাক্যাউন্ট সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, তাঁর স্বামী ও শ্বশুর একটি কাগজে তাঁকে দিয়ে সই করিয়ে নিয়েছিলেন । ফলে এই বিষয় তিনি বিস্তারিত বলতে পারবেন না । সিবিআই গোয়েন্দাদের কথায়, যেহেতু লন্ডলের ব্যাঙ্ক অ্যাক্যাউন্ট সম্পর্কে মেনকা গম্ভীর সরাসরি তাঁর শ্বশুর ও স্বামীর দিকে বল ঠেলে দিয়েছেন, ফলে এবার তাঁদের নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে আসতে বলা হয়েছে । তাঁদের বয়ান রেকর্ড করা হতে পারে বলেও সিবিআই সূত্রে খবর ।