পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

HS Result 2022: আজ ফলপ্রকাশ, কীভাবে জানবেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ? - রেজাল্ট

শুক্রবার প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল (HS Result 2022) ৷ দুপুর 11টায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ৷

HS Result 2022 will declare on friday
HS Result 2022: রাত পোহালেই উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা

By

Published : Jun 9, 2022, 6:53 PM IST

Updated : Jun 10, 2022, 12:15 PM IST

কলকাতা, 10 জুন :আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা (HS Result 2022) হবে আজ ৷ পরীক্ষার 44 দিনের মাথায়, শুক্রবার প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল । এবছর হোম সেন্টার, অর্থাৎ নিজেদের স্কুলেই পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষার্থীরা ৷ করোনার কারণেই মূলত এই পদক্ষেপ করতে হয়েছিল সংশ্লিষ্ট প্রশাসনকে ৷

শুক্রবার নির্দিষ্ট কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা ৷ এরপর আগামী 20 জুন থেকে প্রতিটি স্কুলে মার্কশিট দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে ৷ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য শুক্রবার বেলা 11টায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন ৷ এরপর দুপুর 12টা থেকে সংশ্লিষ্ট ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবেন । চাইলে ওই ওয়েবসাইটগুলি থেকে মার্কশিটের প্রিন্ট আউটও বের করে নিতে পারবেন তাঁরা ৷

যে ওয়েবসাইটগুলি থেকে উচ্চমাধ্যমিকের ফলাফল জানা যাবে, সেগুলি হল :

  1. www.wbresults.nic.in
  2. www.exametc.com
  3. www.indiaresults.com
  4. www.results.shikha
  5. www.jagranjosh.com
  6. www.vidyavision.com

এছাড়া, যে মোবাইল অ্যাপের মাধ্যমে ফলাফল দেখা যাবে, সেটি হল, WBCHSE Results 2022। এসএমএস-এর মাধ্যমে উচ্চমাধ্যমিকের ফলাফল জানতে হলে রোল নম্বর লিখে এসএমএস (SMS WB12 space <Roll Number> to 56070, SMS WB12 space <Roll Number> to 567650) করতে হবে ৷ ওয়েবসাইটেও রোল নম্বর দিয়েই ফলাফল দেখতে হবে ৷

এবছর পরীক্ষা হয় অফলাইনে ৷ পরীক্ষা চলে চলতি বছরের 2 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত ৷ এবার মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল 998 ৷ পরীক্ষা দেন 7 লক্ষ 45 হাজার ছাত্রছাত্রী ৷

আরও পড়ুন :HS Result 2022 : কখন জানতে পারবেন এ বছরের উচ্চমাধ্যমিক ফলাফল দেখে নিন

Last Updated : Jun 10, 2022, 12:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details