কলকাতা, 26 জুলাই : উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে চলছে বিক্ষোভ ৷ কখনও পাস করিয়ে দেওয়ার দাবিতে, আবার কখনও পরীক্ষায় বসতে দেওয়ার আর্জি জানিয়ে বিক্ষোভ দেখাচ্ছে অকৃতকার্য হওয়া ছাত্রছাত্রীরা ৷ ঘটনায় উদ্বেগ বাড়ছে রাজ্যের ৷ কারণ, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলতে শুরু করেছে বিরোধীরা ৷ পরিস্থিতির চাপে তাই ঘটনায় হস্তক্ষেপ করতে হল রাজ্য প্রশাসনকে ৷ সোমবার এই বিষয়ে রাজ্যের সবক’টি জেলার জেলাশাসককে চিঠি পাঠালেন শিক্ষাসচিব মণীশ জৈন ৷
আরও পড়ুন :HS Result : অনুত্তীর্ণ ছাত্রীদের পথ অবরোধ তুলতে লাঠিচার্জের অভিযোগ
শিক্ষা দফতর সূত্রে খবর, উচ্চমাধ্যমিকের ফলাফল নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় চলতে থাকা ছাত্র বিক্ষোভ সামলানোর নির্দেশ দিয়েছেন শিক্ষাসচিব ৷ এদিন এই মর্মেই জেলাশাসকদের চিঠি দেন তিনি ৷ প্রয়োজনে জেলাশাসকদের সরাসরি হস্তক্ষেপেরও নির্দেশ দিয়েছেন মণীশ ৷ তাঁর পাঠানো চিঠিতে জেলাশাসকদের জানানো হয়েছে, রাজ্যের মুখ্যসচিব নিজে গোটা বিষয়টির দিকে নজর রাখছেন ৷ এ নিয়ে শিক্ষাসচিবের পাশাপাশি সংসদের চেয়ারপার্সনের সঙ্গে কথাও বলেছেন তিনি ৷ সমস্য়া মেটাতে সংসদের চেয়ারপার্সনকে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে ৷