পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

HS Result 2021 : অকৃতকার্যদের বিক্ষোভ থামাতে জেলাশাসকদের হস্তক্ষেপের নির্দেশ, চিঠি শিক্ষাসচিবের

উচ্চমাধ্যমিকের ফল নিয়ে অসন্তোষ ৷ ফেল করা পরীক্ষার্থীদের বিক্ষোভ বন্ধ করতে হস্তক্ষেপ রাজ্য প্রশাসনের ৷ সোমবার এই বিষয়ে জেলাশাসকদের চিঠি দিলেন শিক্ষাসচিব ৷ সমস্য়া সমাধানে সরাসরি জেলাশাসকদের হস্তক্ষেপ করতে বললেন তিনি ৷

HS Result 2021 : education secretary sends letter to all DMs
HS Result 2021 : অকৃতকার্যদের বিক্ষোভ থামাতে জেলাশাসকদের হস্তক্ষেপের নির্দেশ, চিঠি শিক্ষাসচিবের

By

Published : Jul 26, 2021, 7:42 PM IST

কলকাতা, 26 জুলাই : উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে চলছে বিক্ষোভ ৷ কখনও পাস করিয়ে দেওয়ার দাবিতে, আবার কখনও পরীক্ষায় বসতে দেওয়ার আর্জি জানিয়ে বিক্ষোভ দেখাচ্ছে অকৃতকার্য হওয়া ছাত্রছাত্রীরা ৷ ঘটনায় উদ্বেগ বাড়ছে রাজ্যের ৷ কারণ, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলতে শুরু করেছে বিরোধীরা ৷ পরিস্থিতির চাপে তাই ঘটনায় হস্তক্ষেপ করতে হল রাজ্য প্রশাসনকে ৷ সোমবার এই বিষয়ে রাজ্যের সবক’টি জেলার জেলাশাসককে চিঠি পাঠালেন শিক্ষাসচিব মণীশ জৈন ৷

আরও পড়ুন :HS Result : অনুত্তীর্ণ ছাত্রীদের পথ অবরোধ তুলতে লাঠিচার্জের অভিযোগ

শিক্ষা দফতর সূত্রে খবর, উচ্চমাধ্যমিকের ফলাফল নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় চলতে থাকা ছাত্র বিক্ষোভ সামলানোর নির্দেশ দিয়েছেন শিক্ষাসচিব ৷ এদিন এই মর্মেই জেলাশাসকদের চিঠি দেন তিনি ৷ প্রয়োজনে জেলাশাসকদের সরাসরি হস্তক্ষেপেরও নির্দেশ দিয়েছেন মণীশ ৷ তাঁর পাঠানো চিঠিতে জেলাশাসকদের জানানো হয়েছে, রাজ্যের মুখ্যসচিব নিজে গোটা বিষয়টির দিকে নজর রাখছেন ৷ এ নিয়ে শিক্ষাসচিবের পাশাপাশি সংসদের চেয়ারপার্সনের সঙ্গে কথাও বলেছেন তিনি ৷ সমস্য়া মেটাতে সংসদের চেয়ারপার্সনকে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে ৷

সেই মোতাবেক, যেসব স্কুলের পরীক্ষার্থীদের রেজাল্টে সমস্যা দেখা দিয়েছে, সেইসব স্কুলের সংশ্লিষ্ট রেজাল্টগুলি আগামী 31 জুলাইয়ের মধ্যেই সংসদের কাছে জমা দিতে হবে ৷ সঙ্গে দিতে প্রয়োজনীয় বিস্তারিত তথ্য ৷ এছাড়া, বিষয়টি নিয়ে অভিযোগ জানানোর প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন :HS Result 2021 : পর্ষদের মূল্যায়নে প্রশ্ন, বিক্ষোভ বাড়ছে ফেল করা পড়ুয়াদের

সূত্রের খবর, রাজ্যের সবক’টি জেলা মিলিয়ে এই ধরনের ছাত্রছাত্রীর সংখ্যা 18 হাজারের কিছু বেশি ৷ প্রশাসনের নির্দেশ, যেসমস্ত স্কুলের বিক্ষোভ চলছে, অবিলম্বে স্থানীয় বিডিও, মহকুমাশাসক বা ডিআইদের সেখানে যেতে হবে ৷ কথা বলতে হবে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাদের সঙ্গে ৷ পরীক্ষার্থী ও অভিভাবকদের বোঝাতে হবে ৷ আলোচনার মাধ্যমেই মেটাতে হবে বিক্ষোভ ৷ বিক্ষুব্ধদের বোঝাতে হবে, সরকার ও সংসদ গোটা বিষয়টি গুরুত্ব সহকারে বিচার করছে ৷ ছাত্রছাত্রীদের যাতে ভাল হয়, সেই মতোই পরবর্তী পদক্ষেপ করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details