HS 2023 Routine: কবে শুরু সামনের বছরের উচ্চমাধ্যমিক ? জানুন পরীক্ষাসূচি - West Bengal HS Result 2022
সামনের বছরের উচ্চমাধ্যমিকের পরীক্ষা সূচি ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (HS 2023 Routine)৷ 14 মার্চ থেকে শুরু হবে পরীক্ষা ৷ চলবে 27 পর্যন্ত (HS exam 2023 Routine)৷
কবে শুরু সামনের বছরের উচ্চমাধ্যমিক ? জানুন পরীক্ষাসূচি
By
Published : Jun 10, 2022, 2:29 PM IST
কলকাতা, 10 জুন:সামনের বছর 14 মার্চ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS 2023 Routine)৷ চলবে 27 মার্চ পর্যন্ত ৷ সামনের বছর হোম সেন্টারে পরীক্ষা হবে না বলে জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (HS exam 2023 Routine)৷
পরীক্ষা শেষ হচ্ছে 27 মার্চ, সোমবার ৷ সে দিন রয়েছে স্ট্যাটিস্টিকস, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের পরীক্ষা ৷ সকাল 10টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা সওয়া একটা পর্যন্ত ৷ আর যাবতীয় প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে চলতি বছরের 5 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বরের মধ্যে (West Bengal HS Result 2022)৷