পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মুখ্যমন্ত্রীর উদ্যোগে ত্রিপাক্ষিক বৈঠকে খুলল জুটমিল, কাজ ফিরে পেলেন ২৫০০ শ্রমিক - নবান্ন

মুখ্যমন্ত্রীর নির্দেশমতো ত্রিপাক্ষিক বৈঠক করেন শ্রমমন্ত্রী মলয় ঘটক । মালিক-শ্রমিক ও সরকার পক্ষের এই বৈঠকে সিদ্ধান্ত হয় হাওড়া জুটমিল খুলে দেওয়ার ।

CM Meeting
CM Meeting

By

Published : Aug 26, 2020, 7:51 PM IST

কলকাতা, 26 অগাস্ট : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে খুললো হাওড়ার জুটমিল । গত ডিসেম্বর মাস থেকে বন্ধ ছিল এই জুটমিল । এবার কাজ ফিরে পাচ্ছেন প্রায় 2500 শ্রমিক । কোরোনা আবহে লকডাউনের মধ্যেই কাজ ফিরে পাওয়ায় স্বস্তিতে শ্রমিক পরিবারগুলি ।

2019-এর 9 ডিসেম্বর থেকে বন্ধ ছিল হাওড়া জুটমিল । এই 8 মাস ধরে জুটমিল খোলার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন শ্রমিকরা । রাজ্য সরকারের কাছে লাগাতার আবেদন করে যাচ্ছিলেন তাঁরা । কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না । এর মধ্যে কোরোনার জেরে লকডাউন পরিস্থিতিতে কাজ না থাকায় চরম বিপাকে পড়েন এই বিপুল সংখ্যক শ্রমিক ।

বিষয়টি নজরে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । জানা গিয়েছে, সব দিক খতিয়ে দেখে দ্রুত জুটমিল খুলে দেওয়ার ব্যবস্থা করার জন্য শ্রম দপ্তরকে নির্দেশ দেন তিনি । সেই মতো নব মহাকরণে ত্রিপাক্ষিক বৈঠক করেন শ্রমমন্ত্রী মলয় ঘটক । ফলপ্রসূ হয় এই বৈঠক । মালিক-শ্রমিক ও সরকারপক্ষের এই বৈঠকে সিদ্ধান্ত হয় হাওড়া জুটমিল খুলে দেওয়ার । বর্তমান পরিস্থিতিতে এই জুটমিল খোলার সিদ্ধান্তে খুশি আড়াই হাজার শ্রমিক ।

ABOUT THE AUTHOR

...view details