পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BJP leader expelled : নারদ-প্রসঙ্গ টেনে শুভেন্দুকে খোঁচা, বহিষ্কৃত হাওড়ার বিজেপি নেতা - Surajit Saha

হাওড়া সদরের বিজেপির সভাপতি সুরজিৎ সাহা ৷ তিনি আজ প্রকাশ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মন্তব্য করেন ৷ তার পরই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিজেপি ৷

bjp expel howrah president surajit saha for breaching organizational discipline
BJP : শুভেন্দুর বিরুদ্ধে মন্তব্য করে বহিষ্কৃত হাওড়ায় বিজেপির সভাপতি

By

Published : Nov 10, 2021, 6:07 PM IST

Updated : Nov 10, 2021, 6:38 PM IST

কলকাতা, 10 নভেম্বর : দল বিরোধী মন্তব্যের জন্য বহিষ্কার করা হল বিজেপির হাওড়া সদরের সভাপতি সুরজিৎ সাহাকে ৷ বুধবার তাঁকে বহিষ্কার করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগ উঠেছে ৷

তবে সুরজিৎ সাহাকে বহিষ্কার নিয়ে যে চিঠি দেওয়া হয়েছে, সেখানে অবশ্য কোনও নেতার নাম লেখা হয়নি ৷ বরং জানানো হয়েছে যে দলের সাংগঠনিক নিয়মশৃঙ্খলা ভাঙার জন্য তাঁকে বহিষ্কার করা হল ৷

আরও পড়ুন :Amit Mitra: বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্যপালের টুইটে ড. জেকিল ও মি. হাইডের ছায়া দেখছেন অমিত

কিন্তু সুরজিৎ সাহা যে মন্তব্য করেছেন, সেখানে তিনি সরাসরি নন্দীগ্রামের বিধায়ককে উদ্দেশ্য করে বিভিন্ন মন্তব্য ছুড়ে দিয়েছেন ৷ ফলে বোঝা যাচ্ছে যে ওই মন্তব্যের প্রেক্ষিতেই তাঁকে বহিষ্কার করা হল ৷

সুরজিৎ সাহাকে বহিষ্কারের চিঠি

জানা গিয়েছে যে পুরো সমস্যার শুরু হাওড়া পৌরনিগমের নির্বাচনের জন্য বিজেপির কমিটি তৈরি করাকে কেন্দ্র করে ৷ যে কমিটির ঘোষণা সম্প্রতি করেন শুভেন্দু অধিকারী ৷ আর সেই নিয়েই হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা তোপ দাগেন শুভেন্দুর বিরুদ্ধে ৷

আরও পড়ুন :Suvendu Adhikari : শোকে সুব্রতর স্মরণসভায় যাননি, অথচ পার্টিতে যান মমতা ; বিস্ফোরক শুভেন্দু

তাঁর দাবি, এই কমিটি হাওড়া জেলা সদরের সঙ্গে আলোচনা করে তৈরি হয়নি । কিছু দুর্নীতিগ্রস্তদের নিয়ে কমিটি তৈরি হয়েছে শুভেন্দুর নেতৃত্বে । যাঁরা এই কমিটির সদস্য, তাঁদের বিরুদ্ধে পৌরনিগমের অর্থ নয়ছয় ও লুট করার বিস্তর অভিযোগ আছে । আদতে এই টিম বিজেপির মধ্যে তৃণমূল কংগ্রেসের বি-টিম হিসেবে কাজ করছে ।

অভিযোগ, গতকাল শুভেন্দু হাওড়া সদরে বিজেপির খারাপ ফলাফলের জন্য বিজেপির জেলার নেতৃত্বের সঙ্গে তৃণমূলের নেতা তথা মন্ত্রী অরূপ রায়ের গোপন বোঝাপড়াকে দায়ী করেন । এই কাজে জড়িত নেতাদের নামও উল্লেখ করেন ।

আরও পড়ুন :Kunal Ghosh : মমতা তোমার গোটা পরিবারকে রাজনৈতিক জন্ম দিয়েছেন, নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে আক্রমণ কুণালের

সেই নিয়ে সুরজিৎ সাহা বলেন, ‘‘কে প্রকৃত বিজেপি তার সার্টিফিকেট শুভেন্দুর থেকে নেবেন না হাওড়ার বিজেপি কর্মীরা ।’’ পাশাপাশি নারদ মামলা নিয়েও শুভেন্দুর বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুরজিৎ সাহার বক্তব্য

হাওড়ার নেতাদের বিরুদ্ধে তোলা অভিযোগ প্রমাণও করতে হবে বলে পালটা চ্যালেঞ্জ ছোড়েন ৷ কিন্তু সেই চ্যালেঞ্জ ছোড়ার কয়েক ঘণ্টার মধ্যে নিজেই বহিষ্কৃত হলেন সুরজিৎ ৷

আরও পড়ুন :Tripura TMC : লক্ষ্য পৌরভোট, একদল নেতাকর্মীকে ত্রিপুরায় পাঠাল তৃণমূল

এদিকে এই নিয়ে ডোমজুড়ের বিধায়ক তৃণমূলের কল্যাণ ঘোষ দাবি করেন, এই অভিযোগ লজ্জাজনক । ভোটে হেরে ভুলভাল বকছে বিজেপি । মানুষ এদের পাশে নেই, তাই এদের পায়ের তলার মাটি সরে গিয়েছে । নিজেদের পিঠ বাঁচাতে এখন এইসব হাস্যকর কথা বলছেন ।

Last Updated : Nov 10, 2021, 6:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details