কলকাতা, 19 জুন : শংকর সিং, মানস ভুঁইয়ার কায়দায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি (Public Accounts Committee) বা পিএসি-র (PAC) চেয়ারম্যানের পদ বিরোধীদের দিলেও তার নিয়ন্ত্রণ থাকতে পারে তৃণমূলের হাতে । বিধানসভা সূত্রে খবর, গতবারের মতোই এবারও নামেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ বিরোধীদের দেওয়া হবে । অর্থাৎ খাতায়-কলমে এই পদে বসতে পারেন একজন বিজেপি (BJP) নেতা ৷ কিন্তু বাস্তবে তাঁর সঙ্গে বিজেপির কোনও যোগ থাকবে না ।
গত কয়েকদিন ধরে বিজেপি ছেড়ে আসা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে (Mukul Roy) নিয়ে কম বিতর্ক হয়নি । যদিও দল ছাড়ার পরেই মুকুল রায় জানিয়েছিলেন, তিনি বিধায়ক পদ ছাড়তে চান । কিন্তু দলের তরফে এখনই তাঁকে এই সিদ্ধান্ত না নিতে বলা হয় । তখনই রাজনৈতিক মহলের ধারণা ছিল জল অনেকদূর পর্যন্ত গড়াতে পারে ।
আরও পড়ুন :অধীরের মুখে মমতার প্রশংসা, মোদিকে ঠেকাতে পারেন দিদি
কিন্তু যত সময় যাচ্ছে, মুকুলের দলত্যাগ ঘিরে এক পরিকল্পনামাফিক পদক্ষেপের ছবি ধরা পড়ছে । এখন মনে করা হচ্ছে, মূলত পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদে মুকুলকে বসানোর জন্যই তাঁকে পদত্যাগ করতে বারণ করা হয়েছে । তাহলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না । এমটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷
আসলে খাতায়-কলমে মুকুল রায় এখনও বিজেপির বিধায়ক । অথচ এই মুহূর্তে তিনি তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা । এই অবস্থায় যদি মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে বসানো হয়, তাহলে শাসকদলের তরফ থেকে এই পদ বিরোধীদের দেওয়া হয়েছে বলে বলা যাবে ।