কলকাতা, 7 অক্টোবর:বাটি ভর্তি পায়েস নেই । নেই কোনও লোভনীয় কেক । ফুল থেকে শুরু করে রঙিন পাঞ্জাবি- কোনওকিছুই নেই জেলের কুঠুরিতে । নেই মায়ের ছবি বা অগ্রজের আশীর্বাদও । কাছের মানুষদের শুভেচ্ছায় ভেসে যাওয়া বা মন ভালো করা উপহার পাওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই । আছে শুধু একাকীত্ব (Partha Chatterjee was arrested in recruitment scam )।
পার্থ ছিল চট্টোপাধ্যায়ের জন্মদিন ছিল শুক্রবার । 71 বছরে পা দিলেন প্রাক্তন মন্ত্রী । অথচ এবারের জন্মদিনটা একদম আলাদা, অন্যরকম । দিনটি বিশেষ হলেও জেলে আর পাঁচটা দিনের মতোই কাটল পার্থর। মা শিবাণী চট্টোপাধ্যায় ও স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের তৈরি পায়েস দিয়ে নাকতলার বাড়িতে জন্মদিন পালন করতেন পার্থ চট্টোপাধ্যায়। মায়ের আশীর্বাদ নিতেন পার্থ । 2017 সালে স্ত্রী এব 2021 সালে মা চলে যাওয়ার পর জন্মদিনের আয়োজনে কিছুটা বদল আসে । গত দু'বছর জন্মদিনে বেহালার দলীয় অফিসে কর্মী-সমর্থক থেকে শুরু করে অনুগামীদের ভিড় ছিল চোখে পড়ার মতো । গত ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর সব বদলে গিয়েছে একলহমায় ।