কলকাতা, 24 জুলাই : রাজ্যসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রার্থী জহর সরকার (Jawhar Sircar) ৷ প্রসারভারতীর প্রাক্তন সিইও-র নাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পর থেকেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে ৷ কারণ, এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে একাধিক হেভিওয়েটের নাম শোনা যাচ্ছিল ৷ তাঁদেরকে সরিয়ে কীভাবে জহর সরকার বাজিমাত করলেন, এখন সেটাই সবচেয়ে বড় আলোচনার বিষয় ৷
জহর সরকার নিজেও এই বিষয়টি নিয়ে এখনও দ্বিধাগ্রস্ত ৷ ইটিভি ভারতকে তিনি বলেন, ‘‘আমি মানসিকভাবে এর জন্য প্রস্তুত ছিলাম না ৷’’ তবে একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন যে রাজ্যসভার সাংসদ হওয়াকে তিনি একটা সুযোগ হিসেবেই দেখছেন ৷ তাঁর কথায়, ‘‘গত 45 বছরে সবচেয়ে খারাপ সরকার সম্পর্কে আমার বিশ্লেষণ, সমালোচনা চালিয়ে যাওয়ার জন্য একটা সুযোগ হিসেবে দেখছি ৷ আমি 42 বছর কাজ করেছি ৷ আমি জানি সরকার কীভাবে কাজ করে ৷’’
আরও পড়ুন :Jawhar Sircar : রাজ্যসভায় মমতার প্রার্থী জহর সরকার
রাজনৈতিক মহলের মতে, এখানেই বাজিমাত করেছেন জহর সরকার ৷ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং কেন্দ্রীয় সরকারের সবচেয়ে বড় সমালোচক ৷ তাঁর টুইটার খুললেই বোঝা যায় বিষয়গুলি ৷ তাছাড়া বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি যে বিশ্লেষণ-মূলক লেখালেখি করেন, তার মধ্যেও রয়েছে মোদি-সরকারের বিভিন্ন নীতির সমালোচনা ৷
তবে শুধু মোদি-বিরোধিতা নয়, তাঁকে পছন্দ করার আরও কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে থাকতে পারে বলে অনেকে মনে করছেন ৷ কী সেই কারণ ?