কলকাতা, 21 ফেব্রুয়ারি: প্রেম করে বিয়ে হয়েছিল মাত্র চার মাস । কিন্তু এত অল্প দিনেই আত্মহত্যার পথ বেছে নিতে হলো নব বধূকে । অভিযোগ শ্বশুরবাড়ির অত্যাচারে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন । মৃতার নাম প্রিয়াঙ্কা দাস(18) । প্রিয়ঙ্কার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে তার স্বামীকে । ঘটনাটি কলকাতার পূর্ব ফুলবাগান এলাকায় ।
বিয়ের চার মাসেই আত্মহত্যা বধূর, গ্রেপ্তার স্বামী - কলকাতার পূর্ব ফুলবাগান এলাকায় এক গৃহবধূর আত্মহত্যা
কলকাতার পূর্ব ফুলবাগান এলাকায় এক গৃহবধূর আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । মৃতার নাম প্রিয়ঙ্কা দাস । অভিযোগ,শ্বশুরবাড়ির অত্যাচারে মৃত্যু হয়েছে প্রিয়ঙ্কার । পুলিশ গ্রেপ্তার করেছে মৃতার স্বামীকে ।
মেয়ের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই প্রিয়াঙ্কার উপর চলত নিয়মিত অত্যাচার । অভিযোগ, মূলত শাশুড়ির উস্কানিতে অত্যাচার চালাত স্বামী । বিষয়টি আর সহ্য করতে পারলেন না 18 বছরের প্রিয়াঙ্কা দাস । গতকাল দুপুরে আত্মহত্যা করেন তিনি । প্রিয়াঙ্কার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তার স্বামীকে । গত বছর 7 অক্টোবর প্রেম করেই বিয়ে হয়েছিল 18 বছরের প্রিয়াঙ্কার সঙ্গে 19 বছরের রাজদীপের । প্রিয়াঙ্কা নরেন্দ্রপুর থানা এলাকার তেঁতুলবেড়িয়া পাঁচপোতার বাসিন্ধা । রাজদীপের বাড়ি পূর্ব ফুলবাগান এলাকায় ।
প্রিয়াঙ্কার মা লক্ষ্মী সরকারের অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকে শাশুড়ি (শিপ্রা সেন) শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করতেন । শিপ্রার উস্কানিতে রাজদীপ তাঁকে মারধর করত বলেও অভিযোগ। বেশ কয়েকবার বিষয়টি মাকে জানিয়েছিলেন প্রিয়াঙ্কা । লক্ষ্মী দেবীর দাবি, “আমি বারবার মেয়েকে বলেছিলাম, সব ঠিক হয়ে যাবে । একটু মানিয়ে নিয়ে থাকতে হবে । সেটাই কাল হলো।"গতকাল দুপুর বারোটা নাগাদ প্রিয়াঙ্কা আত্মহত্য়া করে। পরে তাকে নিয়ে যাওয়া হয় বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপর লক্ষীদেবী অভিযোগ করেন প্রিয়াঙ্কার স্বামী ও শাশুড়ির নামে । সেই অভিযোগের ভিত্তিতে রাজদীপকে গ্রেপ্তার করেছে পাটুলি থানার পুলিশ ।