কলকাতা, ১৯ নভেম্বর: যাদবপুরের বুধেরহাট এলাকায় মঙ্গলবার একযুবতিরঅস্বাভাবিক মৃত্যু হয় । তাঁর নাম ইশা হালদার । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পরিবারে অশান্তির জেরে ওই তরুণী অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছেন । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷
যুবতির অস্বাভাবিক মৃত্যু, অ্যাসিড খেয়ে আত্মহত্যা ? - অ্যাসিড খেয়ে আত্মহত্যা গৃহবধূর
ইশা নামের ওই যুবতির বছর দুয়েক আগে বিয়ে হয় পূর্ব যাদবপুরের বুধেরহাট এলাকার অরিন্দম হালদারের সঙ্গে ৷ বিয়ের পর থেকেই সন্তান না হওয়ায় শুরু হয়েছিল দাম্পত্য অশান্তি । যা মঙ্গলবার কার্তিক পুজোর দিন চরমে ওঠে । তারপরেই যুবতির অস্বাভাবিক মৃত্যু হয় ৷
অ্যাসিড খেয়ে "আত্মহত্যা" গৃহবধূর
ইশা নামের ওইযুবতিরবছর দুয়েক আগে বিয়ে হয় পূর্ব যাদবপুরের বুধেরহাট এলাকার অরিন্দম হালদারের সঙ্গে ৷ বিয়ের পর থেকেই সন্তান না হওয়ায় শুরু হয়েছিল দাম্পত্য অশান্তি । যা মঙ্গলবার কার্তিক পুজোর দিন চরমে ওঠে । তারপরেইযুবতিরঅস্বাভাবিক মৃত্যু হয় ৷ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ ৷
Last Updated : Nov 19, 2019, 11:05 PM IST