কলকাতা, 25 মে : ফিরল রাতের ইডেনের মায়াবী রূপ ৷ দীর্ঘ দু’বছরের অপেক্ষার পর আবার জমকালো ইডেন ৷ করোনার বিধিনিষেধ সরিয়ে চারদিকে লাল, নীল, বেগুনি আলোর ঝলকানি ৷ নিউ নর্ম্যালে প্রথমবার হাউসফুল ছিল ক্রিকেটের নন্দনকানন (Housefull Eden Gardens is Back in Gujarat Titans vs Rajasthan Royals Match) ৷ দর্শক সংখ্যা ছিল 47,700 । আর সাজসজ্জায় একেবারে একশোয় একশো ৷ স্টেডিয়ামের বাইরেই হোক বা ভিতরে, এলইডি আলোয় ফুটে উঠল ইডেনের মায়াবী রূপ ৷ এটাই আইপিএল (IPL 2022) এর উপরি পাওনা ৷ যেখানে বাইশ গজে ব্যাট বলের যুদ্ধের সঙ্গে মেশে গ্ল্যামার ৷ যার আকর্ষণে দুই-তিনগুণ বেশি টাকা দিয়েও মাঠে ছুটে আসে দর্শক ৷ মাস তিনেক আগেই কলকাতায় হয়েছে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ ৷ 75 শতাংশ দর্শক প্রবেশের অনুমতি থাকলেও ভরেনি গ্যালারি ৷ কিন্তু, মঙ্গলবার সন্ধেয় শহরের ক্রিকেটভক্তদের সবপথ মিশেছিল ইডেনে ৷
গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস (Gujarat Titans vs Rajasthan Royals) ম্যাচ শুরুর সময় ছিল সাড়ে 7টা থেকে ৷ কিন্তু, বিকেল 4টে থেকেই স্টেডিয়ামে ঢোকার জন্য লাইন দেন দর্শকরা ৷ বেশিরভাগের হাতেই নীল পতাকা ৷ অর্থাৎ, দুধের সাধ মিটছে ঘোলে ৷ কলকাতায় ম্যাচ, কিন্তু নেই কেকেআর ৷ তাতে কী ! নীল জার্সিতে রয়েছে দুই ঘরের ছেলে ঋদ্ধিমান সাহা এবং মহম্মদ শামি ৷ তবে, তাঁরা উপলক্ষ মাত্র ৷ ইডেনে দু’বছর পর আইপিএল (IPL Play Off) এর ম্যাচ আয়োজিত হয়েছে ৷ স্টেডিয়াম একশো শতাংশ ভরে যাওয়ার পিছনে এই কারণই যথেষ্ঠ ৷ আইপিএল এর প্রথম প্লে-অফ দেখতে ইডেনে হাজির ছিলেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে ৷ বোর্ড কর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জয় শাহ, রাজীব শুক্লা, ব্রিজেশ প্যাটেল এবং অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায় ৷
আরও পড়ুন : IPL First Qualifier : ফাইনালে গুজরাত, শামি-ঋদ্ধির মঞ্চে ‘কিলার’ সেই মিলারই