সাব-লিজ়ের নামে রোজ়ভ্যালির হোটেল হস্তান্তরের অভিযোগ, আসরে ED - illegal money investment agency
বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজ়ভ্যালি নেমেছিল হোটেল ব্যবসায়। ভারতের বিভিন্ন প্রান্তে রয়েছে তাদের হোটেল। সেই হোটেলগুলি বিভিন্নভাবে নাম পালটে চালাচ্ছে ব্যবসা। সেই খবর আগেই ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে। অভিযোগ, এখন সেই সব হোটেল সাব লিজ়ের নামে হস্তান্তর করে দেওয়া হচ্ছে।
কলকাতা, 23 নভেম্বর: রোজ়ভ্যালি গ্রুপের বহু হোটেল বেআইনিভাবে সাব লিজ়ের নামে হস্তান্তর হয়ে যাচ্ছে। নানান সূত্র মারফত, এমন খবর পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এই সাব লিজ়ের নামে হস্তান্তর আটকাতে এবার মাঠে নামলো তারা। বিষয়টি দ্রুত আটকাতে আদালতের অনুমতি চাওয়া হল আজ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে পাওয়া গেছে এমনই খবর।
বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজ়ভ্যালি নেমেছিল হোটেল ব্যবসায়। ভারতের বিভিন্ন প্রান্তে রয়েছে তাদের হোটেল। সেই হোটেলগুলি বিভিন্নভাবে নাম পাল্টে চালাচ্ছে ব্যবসা। সেই খবর আগেই ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে। অভিযোগ, এখন সেই সব হোটেল সাব লিজ়ের নামে হস্তান্তর করে দেওয়া হচ্ছে। ED তদন্ত করে দেখতে চাইছে কিভাবে ওই হোটেলগুলি হস্তান্তর করা হচ্ছ । কারা এই হস্তান্তরের কাজের সঙ্গে যুক্ত । বেআইনি হস্তান্তর প্রক্রিয়ায় কারাই বা সেই সব হোটেল কিনছে? সেই সব তদন্ত করে দেখতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
পাশাপাশি আজ ED-র তরফে বিশেষ আদালতে জানানো হয়েছে আরো একটি আবেদন। সেখানে রোজ়ভ্যালির সবক’টি দামি গাড়ি বিক্রি করতে চায় ED । আমানতকারীদের টাকা ফেরাতে ওই গাড়ি বিক্রি থেকে আসা অর্থ কাজে লাগবে বলে আদালতে জানানো হয়েছে । সেই মর্মে আজ আদালতে আবেদন করা হয়েছে ED-র তরফে । তাদের দাখিল করা পিটিশনে বলা হয়েছে, দামি গাড়িগুলির মোট মূল্য প্রায় 6 কোটি টাকা ।