পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনায় আক্রান্ত ইতিহাসবিদ, রয়েছেন ভেন্টিলেশনে

সল্টলেকের বাসিন্দা ওই ইতিহাসবিদ সংক্রমিত হওয়ার পরই তাঁর পরিবারের সদস্যদের কোয়ারানটিনে রাখা হয়েছে ।

ছবি
ছবি

By

Published : May 7, 2020, 8:46 PM IST

কলকাতা, ৭ মে : কোরোনায় আক্রান্ত হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক ইতিহাসবিদ। সল্টলেকের বেসরকারি একটি কোরোনা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে । সেখানে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত এই ইতিহাসবিদের শারীরিক অবস্থা সংকটজনক।

গত মঙ্গলবার এই ইতিহাসবিদকে সল্টলেকের ওই কোরোনা হাসপাতালে ভরতি করা হয় । জ্বর, সর্দি-কাশির সঙ্গে তীব্র শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি । তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করে দেখা হয় । নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ।

এদিকে এই হাসপাতালে ভরতির পর থেকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে । গতকাল তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয় । শেষ খবর পাওয়া পর্যন্ত, ভেন্টিলেশনে চিকিৎসাধীন এই ইতিহাসবিদের শারীরিক অবস্থা সংকটে রয়েছে । তাঁর শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগের রয়েছেন চিকিৎসকরা ।

সল্টলেকের বাসিন্দা ওই ইতিহাসবিদ সংক্রমিত হওয়ার পরই তাঁর পরিবারের সদস্যদের কোয়ারানটিনে রাখা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details