কলকাতা, 2 অক্টোবর: মহাত্মা গান্ধির 153তম জন্মদিন ৷ একইসঙ্গে দুর্গাপুজোর নির্ঘণ্ট ধরলে মহাসপ্তমী (Durga Puja 2022) । এদিনেই এমন একটি ঘটনা প্রকাশ্যে এল, যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র । ঘটনায় কাঠগড়ায় একটি রাজনৈতিক সংগঠনের পুজো । যে পুজোয় মহিষাসুরের পরিবর্তে ব্যবহার করা হয়েছে গান্ধিজীর অবয়ব (Mahatma Gandhi lookalike as Asura) । খাস কলকাতার বুকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে ।
কসবায় অখিল ভারত হিন্দু মহাসভার (Akhil Bharat Hindu MahaSabha) তরফ থেকে পুজোর আয়োজন করা হয়েছে । সেখানেই মহিষাসুরের বদলে ব্যবহার করা হয়েছে গান্ধিজীর মুখাবয়ব । অসুরের চোখে রয়েছে গান্ধিজীর চশমাও (Mahatma Gandhi) । বাঙালির শ্রেষ্ঠ উৎসবে এই ঘটনা স্বভাবতই জন্ম দিয়েছে অনেক বিতর্কের । ঘটনা প্রকাশ্যে আসার পরেই পুলিশের তরফ থেকে প্রতিমাটি বদলে দেওয়া হয়েছে । এমনটাই জানানো হয়েছে পুজো কর্তৃপক্ষের তরফ থেকে । পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, কোনও পুজো বন্ধ করা হয়নি । বরং পুলিশের তরফ থেকে উৎসবের মরশুমে যাতে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ।