হায়দরাবাদ, 9 এপ্রিল : পেট্রল কিংবা ডিজেল নয়, পাতিলেবুর দামেও ছ্যাঁকা খাচ্ছে আমজনতা ৷ বিভিন্ন শহরে প্রতি পিসের দাম 10 টাকা ৷ এক লেবু বিক্রেতা সংবাদ সংস্থাকে বলেন, ‘‘লেবুর দাম সত্যিই অনেক বেড়ে গিয়েছে । আগে আমরা একটি লেবুর বস্তা 700 টাকায় কিনতাম, যার দাম এখন 3,500 টাকা । ফলে কেউ কিনতে চাইছে না ।’’
Memes on Lemon Price : পাতিলেবুর দাম আকাশছোঁয়া, মিমের বন্যা নেটদুনিয়ায় - Memes on Lemon Price
একদিকে যেখানে পাতিলেবু কিনতে গিয়ে চোখে জল আসার জোগাড়, সেখানে সোশ্যাল মিডিয়া ছেঁয়ে গিয়েছে মিমে (Memes on Lemon price hike) ৷
![Memes on Lemon Price : পাতিলেবুর দাম আকাশছোঁয়া, মিমের বন্যা নেটদুনিয়ায় lemon price hike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-14971339-thumbnail-3x2-nimbu.jpg)
পাতিলেবুর দাম আকাশছোঁয়া
আরও পড়ুন : একাধারে বক্সার, নৃত্যশিল্পী, চাওয়ালা শশী থারুর; মিমে মজে নেটপাড়া
একদিকে যেখানে পাতিলেবু কিনতে গিয়ে চোখে জল আসার জোগাড়, সেখানেই সোশ্যাল মিডিয়া ছেঁয়ে গিয়েছে মিমে (Memes on Lemon price hike) ৷