কলকাতা, 2 মার্চ : হাতে আর কয়েকটি দিন । তারপরেই স্কুল জীবনের শেষ বড় পরীক্ষা উচ্চমাধ্যমিক দিতে চলেছে পড়ুয়ারা । এরপর স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ জীবনে প্রবেশ করবে তারা। স্বাভাবিকভাবেই এখন পরীক্ষার্থীরা জোরদার প্রস্তুতি নিচ্ছে গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটির জন্য। তাতে সাহায্য করতে শেষ মুহূর্তের সাজেশন নিয়ে হাজির ETV ভারত। আজ ভূগোল বিষয়ের সাজেশন দিচ্ছেন ভদ্রকালী সারদামণি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা শুভ্রা সেনগুপ্ত(25 বছরের অভিজ্ঞতাসম্পন্ন)। দু'টি পর্বে প্রকাশিত হবে তাঁর টিপস। আজ প্রথম পর্ব।
উচ্চমাধ্যমিক: শেষ মুহূর্তে কী দেখবে ভূগোলে ?
দরজায় কড়া নাড়ছে উচ্চমাধ্যমিক। বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ শিক্ষকদের টিপস প্রকাশ করছে ETV ভারত। আজ রইল ভূগোল। শেষ মুহূর্তে কী পড়তে হবে, কীভাবে প্রস্তুতি নিতে হবে- সেই সংক্রান্ত টিপস দেখে নাও।
ভদ্রকালী সারদামণি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা শুভ্রা সেনগুপ্ত
ভূগোলের জন্য শেষ মুহূর্তে কী কী পড়তে হবে, কোন দিকে বেশি নজর দিতে হবে, আর পরীক্ষার হলে লেখার সময়ই বা কোন কোন দিকে মনযোগ দিতে হবে তা নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি।
একনজরে দেখে নেব তাঁর পরামর্শগুলি :
- তোমাদের একটা MCQ ভাগ থাকে, একটা ছোটো উত্তরভিত্তিক প্রশ্নের ভাগ থাকে। এই দু'টি মিলিয়ে থাকে 35 নম্বর। আর 35 নম্বর থাকে বড় প্রশ্নের উপর। বড় প্রশ্নের ক্ষেত্রে এবার প্রাকৃতিক ভূগোলের মধ্যে ডেভিসের ক্ষয়চক্র খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্য, তার দ্বারা সৃষ্টি ভূমিরূপগুলি চিত্র সহকারে তৈরি করবে। ভূগোলে ছবি ব্যাপারটা অনেকেই অবহেলা করে। এখানে আমার পরামর্শ, ছবি ছাড়া এই উত্তরগুলি সম্পূর্ণ হয় না। তাই লিখতে লিখতে ডানদিকে ছোটো বক্স করে ক্যাপশন সহ ছবি দেওয়ার চেষ্টা করবে।
- কিছু কিছু প্রশ্ন সংজ্ঞার আকারে থাকে। বৃক্ষরূপী জলনির্গমপ্রণালী কাকে বলে? এর সংজ্ঞার সঙ্গে কীভাবে কোন ধরনের ভূমিরূপের উপর বৃক্ষরূপী জলনির্গমপ্রণালী বেশি দেখা যায় আসতে পারে। জলনির্গমপ্রণালীর বিভিন্ন শ্রেণিবিভাগও ভালো করে দেখে যাবে।
- 5টি 7 নম্বরের প্রশ্ন লিখতে হয়। প্রাকৃতিক ভূগোলে 10টি অধ্যায় এবং অর্থনৈতিক ভূগোলে রয়েছে 9টি অধ্যায়। এগুলি মিলিয়েই বড় প্রশ্নগুলি এসে থাকে। জলবায়ু অধ্যায়টির উপর বিশেষ নজর দেবে। জলবায়ুর শ্রেণির ক্ষেত্রে জলবায়ু বিজ্ঞানী কোপেন যেভাবে শ্রেণিভাগটি করেছিলেন সেভাবেই টেবিলের আকারে জলবায়ুর শ্রেণিবিভাগটি করবে।
- মৌসুমি বায়ুর গতিবিধি কীভাবে জলবায়ুর উপর প্রভাব ফেলে এবং জেট বায়ুপ্রবাহের সঙ্গে মৌসুমি জলবায়ুর প্রবাহ এবং আগমন কীভাবে হয় সেটা নিয়ে আলোচনা করবে।
- নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র দেখে নেবে। এই প্রশ্নটি এলে এর সঙ্গে ছবি দেবে। ঘূর্ণবাতের সীমান্তগুলি একটু দেখে যাবে। বিভিন্ন জায়গায় ঘূর্ণবাত যে যে নামে পরিচিত সেগুলিও দেখতে হবে।
- বেশ কয়েক বছর ধরে বিশ্ব উষ্ণায়ন একটি জ্বলন্ত সমস্যা। এর জন্য জীবজগতে কী প্রভাব পড়ছে সেটার উপর নজর দেবে। নজর দেবে জীববৈচিত্রের উপর। খুব ভালো করে দেখবে-রেড ডেটা বুক কাকে বলে ? বিভিন্ন জায়গার হটস্পটে কী কী জীববৈচিত্র রয়েছে, কোন প্রাণী বিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে তা দেখে যেতে হবে। এছাড়া, দুর্যোগ ও বিপর্যয়ের মতো বিষয়ের দিকে জোর দিতে হবে।
- কৃষি অধ্যায়টি এবার ভীষণ গুরুত্বপূর্ণ। কত রকম কৃষি পদ্ধতি ভারতে চালু আছে, স্থানান্তর কৃষির কুফল কী- সেগুলি একটু ভালো করে দেখে নিও। ভূমধ্যসাগরীয় অঞ্চলে ফলের বাগান কীভাবে শিল্পের আকার নিয়েছে, দক্ষিণ ভারতের কফি চাষের উন্নতি কীভাবে হয়েছে, আর্দ্র ও শুষ্ক কৃষির পার্থক্য কী? শস্য প্রদারতা কী? শ্বেত বিপ্লব কী? শস্যাবর্তন কৃষি কাকে বলে, চা চাষের অনুকূল অবস্থা কী- সেগুলি একটু দেখে নিও।
- কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প কেন বলা হয় তার উপর একটু দৃষ্টিপাত করবে।
- পেট্রোরসায়ন শিল্প কীভাবে একটি উদীয়মান শিল্পের রূপ নিচ্ছে ?
- ভারতে কাগজ শিল্পের উন্নতির কারণ কী(অন্তত ৫টি পয়েন্ট উল্লেখ করবে)?
- কানাডায় কাগজশিল্পে উন্নতির কারণ দেখে যেও।
- শিল্পের অবস্থানের উপর কাঁচামালের প্রভাব।
- পৃথিবীর অসম জনবণ্টনের প্রাকৃতিক কারণের উপর জোর দিও।
- হলদিয়া বন্দরের গড়ে ওঠার কারণ ও গুরুত্ব দেখবে।
- জনঘনত্ব ও মানুষ-জমি অনুপাতের ফর্মুলাগুলি মুখস্থ করবে।
- পৃথিবীতে মাইগ্রেশনের ধনাত্মক ও ঋণাত্মক প্রভাবগুলি দেখে যাবে। উন্নত এবং উন্নয়নশীল দেশের জনসংখ্যার পিরামিড ও বয়স-লিঙ্গ অনুপাত এঁকে বোঝাতে হবে।
- গোষ্ঠীগত ও বিক্ষিপ্ত জনবসতি অধ্যায়টির থেকে- কেন গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে? বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ কী সেগুলি লক্ষ্য করবে।
- কর্মধারার ভিত্তিতে শহর কত রকমের হয় দেখে যাবে।
Last Updated : Mar 2, 2020, 7:56 PM IST