পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ভুলে ভরা ফলপ্রকাশ, সাময়িকভাবে বন্ধ থাকার পর ফের খুলল ওয়েবসাইট

একাধিক ভুল থাকার কারণে বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হল উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের ওয়েবসাইট ।

WBCHSE
ছবি

By

Published : Jul 17, 2020, 6:46 PM IST

Updated : Jul 17, 2020, 6:51 PM IST

কলকাতা, 17 জুলাই : ভুলভ্রান্তিতে ভরা উচ্চমাধ্যমিকের ফলাফল । এর জেরে বন্ধ করে দেওয়া হল ফলপ্রকাশের জন্য সংসদের তরফে দেওয়া ওয়েবসাইট ।

আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশের পর বিকেল চারটে থেকে সংসদের তরফে দেওয়া ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীরা বিষয়-ভিত্তিক ফলাফল জানতে পারবেন বলে জানানো হয়েছিল । মার্কশিটের অবিকল রেপ্লিকা ডাউনলোড করা যাবে বলেও জানানো হয়েছিল । কিন্তু, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সংসদের দেওয়া তালিকার কোনও ওয়েবসাইটেই দেখা যাচ্ছে না উচ্চমাধ্যমিকের ফলাফল । সার্ভারের সমস্যার জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে ।

ওয়েবসাইট খুলতে এমনই লেখা ভেসে ওঠে স্ক্রিনে

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, "সার্ভারে গন্ডগোল হয়েছে । কিছুক্ষণের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে । কিন্তু, এদিন পৌনে 6 টা নাগাদও সংসদের দেওয়া ওয়েবসাইটগুলিতে দেখা যায়নি উচ্চমাধ্যমিকের ফলাফল । "

উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের লিংকে ক্লিক করলে, ''ওয়েবসাইটে জরুরি পরিবর্তনের কারণে ফ্রেশ রেজ়াল্ট আপলোড হচ্ছে,'' এই লেখাটি দেখাচ্ছে । আবার কোনও ওয়েবসাইট জানাচ্ছে, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আপাতত 2020-র উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে । কোনও কোনও ওয়েবসাইটে ফলাফল দেখা গেলেও তা একাধিক ভুলে ভরা । মার্কশিটের যে রেপ্লিকা ডাউনলোড করা যাবে বলে শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছিল, তাও সার্ভারজনিত সমস্যার কারণে ডাউনলোড করা সম্ভব হয়নি ।

পরে অবশ্য ফের ঠিক হয়ে যায় ওয়েবসাইট

শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সন্ধে প্রায় 6 টা নাগাদ ফের ঠিক হয়ে যায় ফলপ্রকাশের ওয়েবসাইট ।

Last Updated : Jul 17, 2020, 6:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details