পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আজ উচ্চশিক্ষা সংসদের বৈঠক, সিদ্ধান্ত হতে পারে কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে - শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই অংশীদারদের সঙ্গে বৈঠক করে তাঁদের মতামত নিয়েছে বিশ্ববিদ্যালয়গুলি। সেই মতামতই আজকের বৈঠকে জানাবেন উপাচার্যরা। যেখানে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ই দ্রুত ক‍্যাম্পাস খোলার পক্ষে মত দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

higher_education_council_meeting_on_opening_of_school_and_colleges
আজ উচ্চশিক্ষা সংসদের বৈঠক, সিদ্ধান্ত হতে পারে কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে

By

Published : Feb 3, 2021, 6:15 PM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি: আজ উচ্চশিক্ষা সংসদের বৈঠক। আজ দুপুরে উচ্চশিক্ষা সংসদের নতুন ভবন ‘আসন্ন’-তে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু হয়েছে। ইতিমধ্যেই রাজ‍্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা আসতে শুরু করেছেন। গতকাল শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকেই স্পষ্ট যে আজকের বৈঠকের মূল আলোচ‍্য বিষয় রাজ‍্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে আবারও পঠনপাঠন শুরু করা ৷ আজ উপাচার্যদের থেকে এবিষয়ে মতামত নেওয়া হবে ৷ তাঁদের মতামতের উপরে নির্ভর করবে ফের কবে থেকে স্কুল ও কলেজের ক‍্যাম্পাসে ফিরতে পারবেন পড়ুয়ারা।

আরও পড়ুন : স্কুল খোলার সরকারি সিদ্ধান্তে খুশি শিক্ষক সংগঠনগুলি
জানা গিয়েছে, এই বৈঠকের আগেই অংশীদারদের সঙ্গে বৈঠক করে তাঁদের মতামত নিয়েছে বিশ্ববিদ্যালয়গুলি। সেই মতামতই আজকের বৈঠকে জানাবেন উপাচার্যরা। যেখানে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ই দ্রুত ক‍্যাম্পাস খোলার পক্ষে মত দিতে পারেন বলে মনে করা হচ্ছে। অন‍্যদিকে, গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, 12 ফেব্রুয়ারি থেকে রাজ্যের স্কুলগুলিতে ক্লাস শুরু হবে। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস চালু করা হবে। পরে ধাপে ধাপে অন‍্যান‍্য ক্লাসের জন্য খুলে দেওয়া হবে স্কুলের দরজা।

ABOUT THE AUTHOR

...view details