পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

এবার থেকে বিনামূল্যে মিলবে গাড়ির হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট - অনলাইন মাধ্যমে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন

নতুন গাড়িতে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট (HSRP) লাগানোর নিয়ম আগেই বাধ্যতামূলক করা হয়েছিল ,তবে এবার থেকে HSRP লাগাতে হলে গাড়ির মালিককে কোনও রকম বাড়তি খরচ করতে হবে না ।

High security Plate
বিনামূল্যে মিলবে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট

By

Published : Feb 8, 2020, 3:28 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি: নতুন গাড়িতে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট (HSRP) লাগানোর নিয়ম আগেই বাধ্যতামূলক করা হয়েছিল ,তবে এবার থেকে HSRP লাগাতে হলে গাড়ির মালিককে কোনও রকম বাড়তি খরচ করতে হবে না । এমনটাই ঘোষণা করল রাজ্যের পরিবহন দপ্তর । চলতি মাস থেকেই এই বিশেষ ব্যবস্থাটি বলবৎ করা হয়েছে ।

রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সমস্ত গাড়ি বিক্রেতাদের জানানো হয় যে, নতুন গাড়ির রেজিস্ট্রেশনের সময় HSRP লাগানো হবে বিনামূল্যে ৷ নোটিশটিতে বলা হয়েছে, নতুন গাড়ির রেজিস্ট্রেশন পেতে হলে গাড়ির মালিকের হয়ে গাড়ি বিক্রেতাকে e-vahan -এ অনলাইন মাধ্যমে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করতে হবে । কাগজপত্র ও গাড়ির খুঁটিনাটি খতিয়ে দেখার পর দেওয়া হবে রেজিস্ট্রেশন নম্বর । অনলাইনের মাধ্যমেই পাওয়া যাবে সেই নম্বর । এর ফলে গাড়ির মালিককে ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়াতে হবে না আর । HSRP নম্বরটিকে রেজিস্ট্রেশন নম্বরের উপর খোদাই করে তবেই গাড়ির মালিকের হাতে তাঁর নতুন গাড়ি তুলে দেওয়া হবে ।

গাড়ির নাম্বার প্লেটের জাল করার ঘটনা এর আগে অনেকবার সামনে এসেছে । জাল নাম্বার প্লেট বা একই নাম্বার প্লেট দুটি গাড়িতে ব্যবহার করা- এই ধরনের অনিয়মকে রুখতেই কেন্দ্রীয় সরকার সমস্ত দু'চাকা ও চার চাকার গাড়ির ক্ষেত্রে HSRP বাধ্যতামূলক করেছিল অনেকদিন আগেই । এই ডিজিটাল ব্যবস্থার ফলে প্রতিটি গাড়ির নিজস্ব HSRP কোড থাকবে । দুটি গাড়ির কোড নম্বর কোনও মতেই এক হবে না ।

ABOUT THE AUTHOR

...view details