পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kolkata's Security : কলকাতা ও রাজ্য পুলিশের সীমানা এলাকার নিরাপত্তায় জোর লালবাজারের - CCTV cameras

কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সীমানা এলাকার নিরাপত্তায় জোর লালবাজারের ৷ সীমানা এলাকাগুলিতে গাড়ির যানজটের পাশাপাশি বিভিন্ন অপরাধ রুখতে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চলেছে কলকাতা পুলিশ ৷ সেই উদ্দেশ্যে ওইসব এলাকায় নতুন করে সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ পাশাপাশি বাড়ানো হচ্ছে টহলদারি ৷ সেই সঙ্গে টহলদারি ভ্যানও মোতায়েন করা হবে ৷

High Security in Border Areas of Kolkata and State Police by Lalbazar
কলকাতা ও রাজ্য পুলিশের সীমানা এলাকার নিরাপত্তায় জোর লালবাজারের

By

Published : Aug 29, 2021, 5:19 PM IST

কলকাতা, 29 অগস্ট : ফের ঢেলে সাজানো হচ্ছে কলকাতার নিরাপত্তা ৷ মূলত কলকাতা পুলিশের সঙ্গে জেলা পুলিশের সংযুক্ত এলাকায় বাড়ানো হচ্ছে নজরদারি ৷ লালবাজার সূত্রের খবর, সেখানে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে, বাড়ানো হচ্ছে পুলিশের টহলদারি ভ্যান ও ট্রাফিক পুলিশের সংখ্যা ৷ মূলত বাঁশদ্রোণী, রিজেন্ট পার্ক, নেতাজি নগর, গল্ফগ্রিন, লেক, ঠাকুরপুকুর, হরিদেবপুর, পাটুলি, পঞ্চসায়র থানা এলাকায় জোর দেওয়া হচ্ছে বলে লালবাজার থানা সূত্রে খবর ৷

লালবাজার সূত্রের খবর মূলত, বাঁশদ্রোণী, রিজেন্ট পার্ক, নেতাজি নগর সহ ঠাকুরপুকুর থানা এলাকার রাস্তায় একাধিক সিসিটিভি ক্যামেরা বিকল হয়ে রয়েছে ৷ ইতিমধ্যেই সেই সিসি ক্যামেরাগুলি পরিবর্তন করতে চেয়েছে লালবাজার ৷ লালবাজার সূত্রের খবর, এ বিষয় কলকাতা পুলিশের ডিসি (এসএসডি) রসিদ মুনির খান, ডিসি (এসডব্লুডি) ওয়াকার রাজা, ডিসি (বন্দর) জাফার আজমল কিদুওয়াই এবং ডিসি (ট্রাফিক) অভিজিৎ সিনহার সঙ্গে বৈঠক করেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র (Soumen Mitra) ৷

ওই বৈঠকে ঠিক হয়েছে বাঁশদ্রোণী, রিজেন্ট পার্ক, নেতাজি নগর, ঠাকুরপুকুর, হরিদেবপুর, মেটিয়াবুরুজ থানা এলাকার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় সিসিটিভি ক্যামেরা বসানো হবে ৷ তাছাড়াও বাঁশদ্রোণী থানার কালীমন্দির এলাকায় পুলিশের টহলদারি বাড়ানো হবে । সম্প্রতি ওই এলাকায় পুলিশের ভুয়ো স্টিকার লাগানো একটি গাড়ি বেপরোয়া ভাবে চালাতে গিয়ে একাধিক পথচারীকে ধাক্কা মারে ৷ তাছাড়াও ওই এলাকায় রাত বাড়লেই চুরি, ছিনতাইয়ের ঘটনা সামনে আসায় এই সিদ্ধান্ত নিয়েছে লালবাজার ৷

আরও পড়ুন : Kolkata Police : অফিসারদের ইংরেজিতে অস্বস্তি কাটাতে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে গাঁটছড়া লালবাজারের

পাশাপাশি রিজেন্ট পার্ক থানা এলাকায় একাধিক আবাসন গজিয়ে উঠেছে ৷ ফলে সেখানে নজরদারি বাড়ানোর জন্য পুলিশের টহলদারি ভ্যান বা পিসিআর ভ্যান মোতায়েন করা হবে ৷ একই ব্যবস্থা চালু হবে গল্ফগ্রিন, পঞ্চসায়র থানা এলাকাতেও ৷ পাশাপাশি মেটিয়াবুরুজ থানা, নাদিয়াল থানা এলাকায় একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় সিসিটিভি ক্যামেরা বিকল হয়ে রয়েছে । ফলে তা শহরের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য যথেষ্ট চিন্তার কারণ ৷ ফলে সেই জায়গায় নতুন সিসিটিভি ক্যামেরা লাগাবে লালবাজার ৷

আরও পড়ুন : Lalbazar : কলকাতায় বাড়তে থাকা জালিয়াতি ও ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন লালবাজার

কলকাতার বন্দর এলাকায় একাধিক রাস্তায় যান চলাচল ব্যবস্থা নিয়ে অভিযোগ উঠেছে ৷ বিশেষ করে বন্দরের হাইড রোড এবং খিদিরপুর রোড নিয়ে অভিযোগ রয়েছে ৷ অভিযোগ, পণ্যবাহী গাড়ির ধাক্কায় বহু পথচারীর মৃত্যু হয়েছে ওই রাস্তায় ৷ ফলে মেটিয়াবুরুজ, পশ্চিম বন্দর থানা এলাকা এবং তারাতলায় ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হবে বলে লালবাজার সূত্রে খবর ৷ আগামী মাসের মধ্যেই নতুন এই ব্যবস্থাগুলি চালু করার কথা ভাবছে লালবাজার ৷

ABOUT THE AUTHOR

...view details