পশ্চিমবঙ্গ

west bengal

Meeting at Nabanna: বর্ষা আসার আগেই আগাম সতর্কতায় বৈঠক নবান্নের

By

Published : May 27, 2022, 2:32 PM IST

বর্ষা আসার আগেই আগাম সতর্কতায় বৈঠক হল নবান্নে (Meeting at Nabanna)৷ উপস্থিত ছিলেন উচ্চ পর্যায়ের আধিকারিকরা (High level precautionary meeting)৷

High level precautionary meeting at Nabanna before monsoon
বর্ষা আসার আগেই আগাম সতর্কতায় বৈঠক নবান্নের

কলকাতা, 27 মে:অতীত থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই সতর্ক হল নবান্ন (High level precautionary meeting)। বর্ষা আসার আগেই জেলার বিভিন্ন নদী বাঁধগুলির খবর নিতে বৈঠক চলছে নবান্নে (Meeting at Nabanna)।

গত দু'বছর কখনও আমফান, কখনও যশ ভুগিয়েছে রাজ্যের মানুষকে । উত্তর থেকে দক্ষিণ বানভাসি হয়েছে রাজ্যের একাধিক জেলা । এই অবস্থায় জনজীবনের যা ক্ষতি হওয়ার তা তো হয়েছেই । একইসঙ্গে ক্ষতি হয়েছে চাষের জমি, মাছের ভেড়ি-সহ বিভিন্ন ক্ষেত্রের । বিশেষ করে নদী বাঁধের কারণে বহু মানুষের ঘরবাড়ি ভেঙে যায় । প্রতিবারের এই ক্ষতি যাতে কমানো যায়, সে কারণেই শুক্রবারের এই বৈঠক । বৈঠকে যেমন বিভিন্ন জেলার জেলাশাসকরা উপস্থিত রয়েছেন, একই ভাবে উপস্থিত রয়েছেন বিপর্যয় মোকাবিলা, কৃষি, জলসম্পদ উন্নয়ন এবং ক্ষুদ্র সেচ ও সেচ দফতরের আধিকারিকরা (Monsoon in Bengal)।

আরও পড়ুন:Education Commissioner : নয়া শিক্ষা কমিশনার নিয়োগ, বিতর্কে নবান্ন

প্রথমে উত্তরবঙ্গের জেলাগুলি এবং পরবর্তীতে দক্ষিণবঙ্গের জেলাগুলি নিয়ে আলোচনা হয়েছে । এ ক্ষেত্রে একত্রে সার্বিক আলোচনা নয় । বরং প্রত্যেকটি জেলাকে আলাদা আলাদা করে গুরুত্ব দিয়ে তাদের বক্তব্য শোনা হয়েছে এবং সেই মতো ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে নবান্নের তরফে ।

এ প্রসঙ্গে বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খান জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবদিকেই সমান নজর । প্রাকৃতিক বিপর্যয়ে যদিও মানুষের কোনও হাত থাকে না, তবে মুখ্যমন্ত্রী চান আগে থেকে সর্তকতা নিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ যতটা সম্ভব কমিয়ে আনতে । সে কারণেই এই বৈঠক ।

ABOUT THE AUTHOR

...view details