পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Meeting to review CM Security: মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্ছিদ্র করতে উচ্চ পর্যায়ের বৈঠক নবান্নে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee security) বাড়িতে এক ব্যক্তি ঢুকে পড়ার ঘটনার পর তাঁর নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হল নবান্নে (Meeting to review CM Security)৷ গাফিলতি কার ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে (High level meeting at Nabanna)৷

High level meeting at Nabanna to review CM Mamata Banerjee's security
মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক নবান্নে

By

Published : Jul 4, 2022, 4:07 PM IST

কলকাতা, 4 জুলাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এক ব্যক্তির অনুপ্রবেশের পর নড়েচড়ে বসল নবান্ন (Meeting to review CM Security)। মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা আরও নিশ্ছিদ্র করতে সোমবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । এ দিনের বৈঠকের পিছনে মূল উদ্দেশ্য ছিল শনিবারের ঘটনার পোস্টমর্টেম (Mamata Banerjee security)।

ওই ব্যক্তির মাঝরাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশের কারণ কী তার খোঁজ করার চেষ্টা করছে কালীঘাট থানার পুলিশ (High level meeting at Nabanna)। এই অনুসন্ধানের পাশাপাশি নবান্ন চেষ্টা করছে এই ঘটনার পেছনে নিরাপত্তা ক্ষেত্রে গাফিলতি ঠিক কোথায় তার অনুসন্ধানের । সোমবারের এই বৈঠকে মুখ্যসচিব ছাড়াও ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা, কলকাতার নগরপাল বিনীত গোয়েল এবং ডিজি সিকিউরিটি বিবেক সহায় । কীভাবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও বাড়ানো যায় তা নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে ।

আরও পড়ুন:মাঝরাতে পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকল লোক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

প্রসঙ্গত, যে ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করেছিলেন তাঁর পরিচয় খুঁজতে গিয়ে পুলিশ জানতে পেরেছে তিনি উত্তর 24 পরগনার বাসিন্দা । এ দিন তাঁকে আলিপুর আদালতে তোলা হয়েছে । মোটের উপর রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেই এ ভাবে আচমকা অনুপ্রবেশ রীতিমতো অস্বস্তিতে ফেলেছে প্রশাসনকে ৷ আর তাই এই অস্বস্তি ঢাকতে যে কোনও উপায়েই হোক মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকে ফুলপ্রুফ করতে চাইছে প্রশাসন । বিশেষ করে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তাভুক্ত একজন ভিআইপির বাড়িতে কীভাবে এমন ঘটনা ঘটতে পারে, তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক । এই বিতর্ক থেকে বাঁচতেই নবান্নের তরফে সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

ABOUT THE AUTHOR

...view details