কলকাতা, 4 জুলাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এক ব্যক্তির অনুপ্রবেশের পর নড়েচড়ে বসল নবান্ন (Meeting to review CM Security)। মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা আরও নিশ্ছিদ্র করতে সোমবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । এ দিনের বৈঠকের পিছনে মূল উদ্দেশ্য ছিল শনিবারের ঘটনার পোস্টমর্টেম (Mamata Banerjee security)।
ওই ব্যক্তির মাঝরাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশের কারণ কী তার খোঁজ করার চেষ্টা করছে কালীঘাট থানার পুলিশ (High level meeting at Nabanna)। এই অনুসন্ধানের পাশাপাশি নবান্ন চেষ্টা করছে এই ঘটনার পেছনে নিরাপত্তা ক্ষেত্রে গাফিলতি ঠিক কোথায় তার অনুসন্ধানের । সোমবারের এই বৈঠকে মুখ্যসচিব ছাড়াও ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা, কলকাতার নগরপাল বিনীত গোয়েল এবং ডিজি সিকিউরিটি বিবেক সহায় । কীভাবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও বাড়ানো যায় তা নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে ।