কলকাতা, 7 জানুয়ারি : ভাইরাসের তৃতীয় ঢেউয়ে বেসামাল রাজ্য ৷ দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে করোনার নয়া প্রজাতি ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার বিষয়টিও ৷ সাম্প্রতিক সময়ে জেনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো নমুনাগুলির 70 শতাংশই ওমিক্রন। এরইমধ্যে চিকিৎসক অভিনন্দন মণ্ডলের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে গঙ্গাসাগর মেলার পক্ষেই রায় দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court Verdicts on Gangasagar Mela) ৷
শর্তসাপেক্ষে মেলা আয়োজন করার পক্ষে রায় দিলেও হাইকোর্টের রায়কে নজিরবিহীন বলে দাবি করা হচ্ছে বিভিন্ন মহলে ৷ শর্তসাপেক্ষে মেলা আয়োজনে অনুমতি প্রদান করে আদালত আদতে বল ঠেলে দিয়েছে রাজ্য সরকারের কোর্টেই। এমনটাই মত বিশেষজ্ঞদের ৷ গঙ্গাসাগর মেলা পর্যবেক্ষণে বিশেষ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যে কমিটিতে থাকবেন মুখ্য সচিবও।
দ্বিতীয় ঢেউ ডেকে আনা কুম্ভ মেলার স্মৃতি এক্ষেত্রে ফিরিয়ে আনবে না তো গঙ্গাসাগর ? কারণ, গত 24 ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ১৫ হাজার। যে চিকিৎসকের মামলার পরিপ্রেক্ষিতে এদিন হাইকোর্টের রায়দান, সেই অভিনন্দন মণ্ডল বলেন, "গঙ্গাসাগর মেলা 1976'র তৃতীয় সেকশনে বলা হয়েছে যে, তেমন কোনও পরিস্থিতিতে বন্ধ হতে পারে মেলা। সাধারণ মানুষের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে আমরা এই জনস্বার্থ মামলা দায়ের করেছিলাম, তাই আদালতের রায় আমি মাথা পেতে মেনে নিচ্ছি। তবে এই মেলা যাতে কোনওভাবেই সুপার স্প্রেডার না-হয়ে ওঠে সেই বিষয়ে আমাদের নজর রাখতে হবে।"