কলকাতা, 8 ফেব্রুয়ারি :12 ফেব্রুয়ারি বিধাননগর পৌরনিগমের নির্বাচন ৷ তার আগেই বিপাকে পড়লেন 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ নাগ ৷ তাঁর নামে দায়ের হওয়া মামলার ভিত্তিতে, কমিশনে জমা করা তাঁর তফশিলি জাতি শংসাপত্র (Schedule Cast Certificate) আদৌ সঠিক কিনা, তা খতিয়ে দেখতে ডিজিকে তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (High Court orders to start probe against TMC candidate) ।
মামলাকারী তপনকুমার সাহা অভিযোগ করেন, জেনারেল কাস্টের হয়েও নিজেকে তফশিলি জাতির বলে দাবি করে ভোটে দাঁড়িয়েছেন প্রসেনজিৎ নাগ । কারণ, তিনি যে ওয়ার্ডে দাঁড়িয়েছেন সেটি তফশিলি জাতির প্রার্থীর জন্য সংরক্ষিত । এই বিষয়ে কমিশনে অভিযোগ করার পর গত 4 জানুয়ারি উত্তর 24 পরগনার জেলাশাসকের রিপোর্ট চাওয়া হয় । কিন্তু সেই রিপোর্ট না আসায় হাইকোর্টে মামলা করেন তপন সাহা ।