পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BMC Election 2022 : কমিশনে দেওয়া জাতিগত শংসাপত্র ভুয়ো, বিধাননগরে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ হাইকোর্টের - High Court orders to start probe against tmc candidate for BMC Election

তপনকুমার সাহা অভিযোগ করেন, জেনারেল কাস্টের হয়েও নিজেকে তফশিলি জাতির বলে দাবি করে ভোটে দাঁড়িয়েছেন প্রসেনজিৎ নাগ । তারপরেই ডিজিকে তদন্তের নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (High Court orders to start probe against TMC candidate) ।

BMC Election 2022
তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ হাইকোর্টের

By

Published : Feb 8, 2022, 3:46 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি :12 ফেব্রুয়ারি বিধাননগর পৌরনিগমের নির্বাচন ৷ তার আগেই বিপাকে পড়লেন 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ নাগ ৷ তাঁর নামে দায়ের হওয়া মামলার ভিত্তিতে, কমিশনে জমা করা তাঁর তফশিলি জাতি শংসাপত্র (Schedule Cast Certificate) আদৌ সঠিক কিনা, তা খতিয়ে দেখতে ডিজিকে তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (High Court orders to start probe against TMC candidate) ।

মামলাকারী তপনকুমার সাহা অভিযোগ করেন, জেনারেল কাস্টের হয়েও নিজেকে তফশিলি জাতির বলে দাবি করে ভোটে দাঁড়িয়েছেন প্রসেনজিৎ নাগ । কারণ, তিনি যে ওয়ার্ডে দাঁড়িয়েছেন সেটি তফশিলি জাতির প্রার্থীর জন্য সংরক্ষিত । এই বিষয়ে কমিশনে অভিযোগ করার পর গত 4 জানুয়ারি উত্তর 24 পরগনার জেলাশাসকের রিপোর্ট চাওয়া হয় । কিন্তু সেই রিপোর্ট না আসায় হাইকোর্টে মামলা করেন তপন সাহা ।

আরও পড়ুন : স্ত্রীকে প্রার্থী না করায় খড়গপুরে বিজেপি নেতার বাড়িতে হামলা ওয়ার্ড সভাপতির

প্রসেনজিত নাগের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলাও রয়েছে বলে অভিযোগ করেন তিনি । তারপরেই প্রধান বিচারপতি ডিজিকে নির্দেশ দেন, ওই প্রার্থীর সার্টিফিকেট আসল কিনা তা যাচাই করতে । অন্যদিকে, মামলাকারী নিজেও ওই ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসাবে পৌরভোটে লড়ছেন । মামলা করার সময় সেই তথ্য আদালতকে জানাননি তিনি ৷ ফলে তথ্য গোপন করায় তাঁকেও 50 হাজার টাকা জরিমানা করেছে হাইকোর্ট ।

ABOUT THE AUTHOR

...view details