কলকাতা, 6 জুন : ফের বেকায়দায় স্কুল সার্ভিস কমিশন । এক প্রার্থীকে বেআইনিভাবে নিয়োগ করার জন্য চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা । নবম-দশম শ্রেণির গণিত বিষয়ে সম্পূর্ণ বেআইনিভাবে সিদ্দিক গাজী নামে এক প্রার্থীকে নিয়োগ করেছিল স্কুল সার্ভিস কমিশন । অবিলম্বে মধ্যশিক্ষা পর্ষদকে ওই প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি (High Court orders to dismiss a teacher from job in SSC Recruitment)।
আগামী বুধবার ফের মামলাটি রাখা হয়েছে শুনানির জন্য । ওইদিন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী এই মামলার প্রয়োজনীয় নথিপত্র আদালতে হাজির করবেন বলে জানা গিয়েছে । স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবীর বক্তব্য ছিল, এই মুহূর্তে নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলায় সিবিআই তদন্ত চলছে । সার্ভিস কমিশনের সমস্ত ডাটা লক করা রয়েছে । সিবিআইয়ের হেফাজতে রয়েছে সমস্ত ডাটা রুম । কিন্তু বিচারপতি স্কুল সার্ভিস কমিশনের বক্তব্যকে ততটা গুরুত্ব দেননি ।
আদালত সূত্রে খবর, 2016 সালের নবম-দশম শ্রেণিতে স্কুল সার্ভিস কমিশনের অঙ্ক বিষয়ে মেধাতালিকায় নাম ছিল অনুপ গুপ্তা ও সিদ্দিক গাজী দু'জনেরই । অনুপ গুপ্তার ব়্যাঙ্ক ছিল 200 । অন্যদিকে সিদ্দিক গাজী ব়্যাঙ্ক ছিল 275 নম্বরে । সম্পূর্ণ বেআইনিভাবে সিদ্দিক গাজীকে মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দিয়েছিল বলে অভিযোগ ছিল ।