কলকাতা, 29 অগাস্ট: চেয়েছিলেন সোমবার পর্যন্ত ৷ কিন্তু, আজ কলকাতা হাইকোর্টে প্রাক্তন নগরপাল রাজীব কুমারের রক্ষাকবচ সংক্রান্ত সেই আর্জি খারিজ করে জানিয়ে দিল, আগামীকাল দুপুর পর্যন্ত তা বলবৎ থাকবে ৷
কলকাতার প্রাক্তন নগরপালকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল CBI ৷ কিন্তু তাদের আবেদনের বিরুদ্ধে হাইকোর্টে আইনি সুরক্ষা চেয়ে দ্বারস্থ হন রাজীব কুমার ৷ সেই সূত্রেই প্রাক্তন CP-র সুরক্ষা কবচ আগামী সোমবার পর্যন্ত বাড়ানোর আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবী মিলন মুখোপাধ্যায় ৷ সেই আর্জি বাতিল করে আগামীকাল পর্যন্ত তাঁর রক্ষাকবচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আদালত ৷ পাশাপাশি আগামীকাল রাজীব কুমারের আইনজীবী মিলন মুখোপাধ্যায়কে তাঁর বক্তব্য শেষ করারও নির্দেশ দেন বিচারপতি মধুমতী মিত্র ৷ তিনি আজকের শুনানিতে রাজীবের আইনজীবীকে বলেন, "আগামীকাল রাজীব কুমারের তরফে আপনার বক্তব্য শেষ করতে হবে ৷ না হলে আমি আর এই বিষয়ে কোনও মন্তব্য শুনব না ৷ " আগামী সোমবার থেকে CBI-র আইনজীবী তাঁর বক্তব্য পেশ করবেন ৷