পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নাবালকের মৃত্যুতে SIT গঠন করে তদন্তের নির্দেশ হাইকোর্টের

বয়স বছর সাত ৷ সিলিং ফ্যান 10 ফুট উঁচুতে ৷ কী করে সেই সিলিং ফ্যানের সঙ্গে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করতে পারে নাবালক ! বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতিরা ৷ স্বরূপনগরের ইমন মণ্ডলের মৃত্যুতে তাই SIT গঠন করে তদন্তের নির্দেশ দিল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ ৷ কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার জাভেদ শামিমের নেতৃত্বে SIT গঠনের নির্দেশ দেওয়া হয় ৷

Calcutta High Court
ফাইল ছবি

By

Published : Feb 18, 2020, 10:22 PM IST

Updated : Feb 19, 2020, 2:06 AM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি : 7 বছরের নাবালক কী করে 10 ফুট উঁচুতে থাকা সিলিং ফ্যানে দড়ি ঝুলিয়ে সেই দড়ি গলায় দিয়ে আত্মহত্যা করে ! বিস্ময় প্রকাশ বিচারপতিদের ৷ ঘটনার ছবি ও পুলিশ রিপোর্টে বিস্তর অসঙ্গতির আশঙ্কা করে বসিরহাটের স্বরূপনগরের নাবালকের মৃত্যুতে SIT গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । দায়িত্ব দেওয়া হল কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার জাভেদ শামিমকে । এর আগে পূর্ব মেদিনীপুরের এক যুবকের অস্বাভাবিক মৃত্যুতে জাভেদ শামিমের নেতৃত্বে SIT গঠনের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট ।

অভিযোগকারী মোতালেব মণ্ডল । স্বরূপনগরের বারঘরিয়া এলাকায় বাড়ি । ছেলের নাম ইমন মণ্ডল (7) ৷ প্রথম শ্রেণির ছাত্র । 2018 সালের 24 ডিসেম্বর ইমনকে একা রেখে বিশেষ দরকারে বাইরে গেছিলেন মোতালেব ও তাঁর স্ত্রী ৷ বাড়ি ফিরে দেখেন ইমন সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে । ঘটনায় স্বরূপনগর থানায় 6 জনের নামে অভিযোগ দায়ের করা হয় ৷ কিন্তু পুলিশের বক্তব্য ছিল ইমন আত্মহত্যা করেছে ৷ 2019 সালের 19 অগাস্ট পুলিশ ফাইনাল রিপোর্ট দেয় ৷ ফাইনাল সেই রিপোর্টেও জানায় ইমন আত্মহত্যা করেছে ।

এর পর সুবিচারের আশায় মোতালেব কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ৷ বিচারপতি দেবাংশু বসাক 2019 সালের 3 সেপ্টেম্বর নাবালক আত্মহত্যা করেছে পুলিশকে হলফনামা দিয়ে জানাতে বলেন । পুলিশ হলফনামা দিয়ে জানিয়ে দেয় ওই নাবালক আত্মহত্যা করেছে ৷ এর বিরুদ্ধে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চে আপিল করেন মোতালেব ৷ ডিভিশন বেঞ্চ সবটা খতিয়ে দেখার পর বিস্ময় প্রকাশ করে ৷ সাত বছরের এক নাবালক কীভাবে 10 ফুট উঁচু ঘরের সিলিঙে কারও সাহায্য না নিয়ে গলায় দড়ি দেয় ! এরপর কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার জাভেদ শামিমের নেতৃত্বে SIT গঠনের নির্দেশ দেয় । আগামী ছ'মাসের মধ্যে SIT-কে রিপোর্ট দিতে বলা হয়েছে ।

Last Updated : Feb 19, 2020, 2:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details