পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

এসএসবি গোয়েন্দার রহস্যমৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ হাই কোর্টের - ssb personnel death

2018 সালের 17 এপ্রিল মৃতদেহ উদ্ধার হয় এসএসবি-র গোয়েন্দা অফিসার রবীন্দ্রনাথ রায়ের৷ এই ঘটনায় রাজ্যের তদন্তে অসন্তুষ্ট হাই কোর্ট৷ তাই সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেওয়া হল৷

এসএসবি গোয়েন্দার রহস্যমৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ হাই কোর্টের
এসএসবি গোয়েন্দার রহস্যমৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ হাই কোর্টের

By

Published : Jan 27, 2021, 7:27 PM IST

কলকাতা, 27 জানুয়ারি: কেন্দ্রীয় সরকারের এক গোয়েন্দা অফিসারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হাই কোর্টের। কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা অফিসারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের তদন্তে অসন্তুষ্ট কলকাতা হাই কোর্ট৷ দু'বছর ধরে রাজ্য পুলিশ যেভাবে তদন্ত করেছে এবং তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ত্রুটি দেখিয়েছে, তাতে মৃতের পরিবার সঠিক বিচার পাবে না বলে মনে করেছে কলকাতা হাইকোর্ট।

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য চার সপ্তাহের মধ্যে সিবিআইকে তদন্তভার হাতে নেওয়ার নির্দেশ দিলেন আজ। তদন্ত শুরুর আড়াই মাসের মধ্যে তার প্রাথমিক রিপোর্ট দেওয়ার নির্দেশ আদালতের।

এসএসবি-র গোয়েন্দা অফিসার রবীন্দ্রনাথ রায়ের মৃতদেহ 2018 সালের 17 এপ্রিল পাওয়া যায় নকশালবাড়ি স্টেশন এবং বাতাসিয়া হল্টের মাঝামাঝি জায়গা থেকে। দেহে বেশ কিছু আঘাতের চিহ্ন ছিল। পুলিশে অভিযোগ জানালেও পুলিশ দীর্ঘদিন ধরে তেমন ভাবে কিছুই করছিল না বলে অভিযোগ৷ তাই ন্যায় বিচারের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রবীন্দ্রনাথবাবুর স্ত্রী।

আরও পড়ুন :কুলগামে গ্রেনেড হামলায় আহত চার সেনা জওয়ান

এতদিনেও পুলিশ তদন্তে প্রয়োজনীয় কোনও তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারেনি। এরপরই কলকাতা হাইকোর্ট আজ সিবিআই তদন্তের নির্দেশ দিল।

ABOUT THE AUTHOR

...view details