কলকাতা, 20 অক্টোবর : সম্প্রতি নীতি আয়োগ তাদের 'স্টেট নিউট্রিশন প্রোফাইলস' (State Nutrition Profiles)-এর 2020 সালের মার্চ মাস পর্যন্ত পরিসংখ্যান প্রকাশ করেছে । এই পরিসংখ্যান অনুযায়ী গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে রক্তাল্পতায় ভোগা মহিলা এবং শিশুদের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে । এখানে বলে রাখা ভাল যে স্টেট নিউট্রিশন প্রোফাইলস-এর এই সর্বশেষ পরিসংখ্যানে মার্চ 2006 থেকে মার্চ 2020, এই 14 বছরের পরিস্থিতিকে তুলে ধরা হয়েছে ।
পরিস্থিতি কতটা উদ্বেগজনক তা বোঝাতে 2016 থেকে 2020, এই চার বছরের মধ্যেকার একটি পরিসংখ্যানই যথেষ্ট । এই পরিসংখ্যান অনুযায়ী, 2016 সালের মার্চে 15 থেকে 49 বছর বয়সী অন্তঃসত্ত্বা মহিলাদের মধ্যে গড় রক্তাল্পতার হার ছিল 54 । 2020 সালের মার্চে সেই সংখ্যাটাই বেড়ে দাঁড়িয়েছে 62-তে ।
অন্তঃসত্ত্বা নন, এমন 15 থেকে 49 বছর বয়সী মহিলাদের মধ্যে সংখ্যাটাও বিষেশভাবে উদ্বেগজনক । মার্চ, 2006 সালের পরিসংখ্যান অনুযায়ী এই সমস্ত মহিলাদের মধ্যে গড় রক্তাল্পতার হার ছিল 63 ৷ ঠিক 14 বছর পর, মানে মার্চ, 2020- এর পরিসংখ্যান অনুযায়ী সেই সংখ্যাটাই বেড়ে দাঁড়িয়েছে 72 ।